ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাফুফের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাফুফের অভিনন্দন

এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে সিরিজ জয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তামিম ইকবালদের এ সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

এছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে টাইগারদের অভিনন্দন জানিয়েছে।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে।

বাফুফে এক বার্তায় লিখেছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দল সিরিজ জয় লাভ করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের এই সাফল্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন, সিনিয়র সহসভাপতি, সহ সভাপতিগণ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ সম্পাদক এবং বাফুফের কর্মকর্তা কর্মচারীবৃন্দ আন্তরিক অভিনন্দন জানাচ্ছে।

বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আর্ন্তজাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও বৃদ্ধি করবে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।