ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি

নেদারল্যান্ডসে বসেছে এবারের নারী হকি বিশ্বকাপের আসর। আসরে সেমি ফাইনালে উঠেছে জার্মানি-আর্জেন্টিনা।

আজ বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেরা চারের টিকিট পেয়েছে আর্জেন্টিনার নারী দল।

বিশ্বকাপের শুরু থেকেই দারুণ খেলছে আর্জেন্টিনা। দক্ষিণ কোরিয়াকে ৪-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে তারা। পরে স্পেনকে ৪-১ ও কানাডাকে ৭-১ গোলে হারিয়ে পেয়ে যায় কোয়ার্টারের টিকিট। শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় ১-০ গোলে।

নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জার্মানির জয়ও ঠিক ১-০ গোলে। শনিবার আসরের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জার্মানি। এর আগে প্রথম সেমিফাইনালে লড়বে স্বাগতিক নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।