ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

খেলা

দাবায় পিতা-পুত্রের ইতিহাস গড়া জুটি

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
দাবায় পিতা-পুত্রের ইতিহাস গড়া জুটি

দাবায় এক নতুন ইতিহাস গড়তে চলেছেন গ্রান্ডমাস্টার জিয়াউর রহমান এবং তার ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।  

আগামী ২৯ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ে শুরু হবে দাবা অলিম্পিয়াড।

সেখানে একই দলে খেলবেন এই পিতা-পুত্রের জুটি। এতেই নতুন এক ইতিহাস সৃষ্টি হচ্ছে। একইসঙ্গে পিতা-পুত্রের দাবা অলিম্পিয়াডে খেলার ঘটনা কেবল বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ায়ও প্রথম। পৃথিবীর অন্য কোনও দেশে এমন ইতিহাস আছে কি না তা জানা যায়নি। তবে দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম।

গত জাতীয় চ্যাম্পিয়নশিপে পঞ্চম হন গ্রান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। এ সুবাদে পিতার সঙ্গে দাবা অলিম্পিয়াডে খেলার সুযোগ পাচ্ছেন তিনি।  

গ্র্যান্ডমাস্টার জিয়া অসংখ্যবার অলিম্পিয়াডে খেলেছেন। এবার ছেলেসহ যাওয়ায় দারুণ খুশি এই গ্রান্ডমাস্টার। তিনি বলেন, ‘বাবা-ছেলে দুজনই যাচ্ছি খেলতে। তাই অন্য অলিম্পিয়াডের চেয়ে এটি আমার কাছে আলাদা। ’

দাবা অলিম্পিয়াডে অংশ নিতে বাংলাদেশ দল ভারত রওয়ানা হবে আগামীকাল বুধবার দুপুরে।  

আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে দাবা দলের অলিম্পিয়াডে অংশ নেওয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া দুইজনই। এবারের অলিম্পিয়াড দুজনের জন্যই স্পেশাল বলে জানিয়েছেন তারা।

নিজের ছেলে তাহসিন প্রসঙ্গে জিয়া বলেছেন, ‘তাহসিন এখন ফর্মে আছে। সে জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো করেছে, প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। প্রিমিয়ার লিগে তাহসিন ছিল বাংলাদেশ বিমানে, আমি ছিলাম পুলিশে। আমরা প্রিমিয়ার লিগে দুইবার পরস্পরের মুখোমুখি হয়েছিলাম। আমার বিশ্বাস তাহসিন অলিম্পিয়াডে ভালো করবে। ’

তাহসিন বলেন, ‘আমার খুব ভালো লাগছে। স্বপ্নের মতো লাগছে। আমি বাবার সঙ্গে দাবা অলিম্পিয়াড দেখতে অনেকবার বিদেশে গিয়েছি। কিন্তু এত তাড়াতাড়ি খেলতে যাবো সেটা কল্পনাও করিনি। আমি চেষ্টা করবো ভালো খেলার। ’

‘ছোট থাকতে বাবা অলিম্পিয়াডে আমাকে ও মাকে নিয়ে যেতেন। স্বপ্ন দেখতাম অলিম্পিয়াডে খেলার। এটা খুব দ্রুত পূরণ হচ্ছে। বাবার সঙ্গে খেলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো- এই অনুভূতি সম্পূর্ণ আলাদা। '

অলিম্পিয়াডে বাংলাদেশ পুরুষ ও নারী উভয় বিভাগে খেলবে। বাংলাদেশ পুরুষ দলের অধিনায়ক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও মহিলা দলে মাহমুদা মলি। পুরো কন্টিনজেন্টের দলনেতা হিসেবে থাকবেন যুগ্ম সম্পাদক শোয়েব রিয়াজ আলম।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।