ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

ভারতের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
ভারতের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ বাংলাদেশের

প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষে লড়াই করতে পারেনি রামহিম-হৃদয়রা।

আজ রোববার (৩১ জুলাই) কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে ০-৩ সেটে হেরেছে হৃদয়-রামহিমরা।

দ্বৈতে বাংলাদেশের দুই প্রতিযোগী রামহিম বম ও হৃদয় সরাসরি ৩-০তে হেরেছেন ভারতীয় দুই প্রতিযোগীর কাছে। ভারতীয়রা ৩ গেম জিতেছে ১১-৮, ১১-৬ ও ১১-২ পয়েন্টে। এককে ভারতের কাছে বাংলাদেশের রিফাত সাব্বির হেরেছেন ১১-৪, ১১-৭ ও ১১-২ পয়েন্টে এবং মৌতাসিন রাতুল হেরেছেন ১১-২, ১১-৩ ও ১১-৫ পয়েন্টে।

টেবিল টেনিসে সেমিফাইনালে উঠতে পারলে একটি পদক থাকত। বাংলাদেশ টেবিল টেনিস দল পদকের আগের ধাপ থেকে বাদ পড়েছে। কমনওয়েলথ গেমসে বাংলাদেশের সম্ভাবনাময় ডিসিপ্লিন শ্যুটিং। এবার শ্যুটিং না থাকায় পদকের আশা সেভাবে ছিল না। তবে টেবিল টেনিস কোয়ার্টার ফাইনালে উঠে ক্রীড়াঙ্গনে বেশ আলোড়ন তুলেছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।