ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

খেলা

ফলস স্টার্টেই কপাল পুড়েছে ইমরানুরের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
ফলস স্টার্টেই কপাল পুড়েছে ইমরানুরের

ফলস স্টার্টের দ্বিধাদ্বন্দ্বে পদক জেতা হলো না ইমরানুর রহমানের। সেমিফাইনালে অন্য প্রতিযোগীদের ফলস স্টার্টের গড়মিলে চার বার দৌড়াতে হয় এই বাংলাদেশি স্প্রিন্টারকে।

 

তুরস্কের কনিয়া শহরে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে (১০ আগস্ট) পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে পদক জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ষষ্ঠ হয়েছেন ইমরানুর। তিনি ১০০ মিটার দৌড়ের চূড়ান্ত প্রতিযোগিতায় দৌড় শেষ করেছেন ১০.০২ সেকেন্ড।

ফাইনালেও ছিল একই সমস্যা। আট জন স্প্রিন্টারের ভেতর ছয় জন দৌড় শেষ করেন, তাদের ভেতর ষষ্ঠ হন ইমরানুর। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে আইভরি কোস্টের গুস্তাভ আর্থার সিসে জিতেছেন সোনা, রূপাজয়ী সৌদি আরবের প্রতিযোগী আব্দুল্লাহ আকবর মোহাম্মদের সময় লেগেছে ৯.৯৫ সেকেন্ড।  

৯.৯৯ সেকেন্ড সময় নিয়ে শেষ করা দুই প্রতিযোগী তুরস্কের এমের জাফর বার্নস ও ওমানের বারকাত আল হারথি দুজনেই পেয়েছেন ব্রোঞ্জ।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।