ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আবুধাবি দাবা ফেস্টিভ্যালে জিয়া-ফাহাদের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
আবুধাবি দাবা ফেস্টিভ্যালে জিয়া-ফাহাদের জয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ

আবুধাবিতে চলমান ২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল মাস্টার্স ইভেন্টের পঞ্চম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ পয়েন্ট করে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ২ পয়েন্ট এবং ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে ২০ আগস্ট শনিবার রাতে পঞ্চম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (২৪২৭) ভারতের সংকেত চক্রবর্তীকে (২২৭৫) পরাজিত করেন।

আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৪০১) হারিয়েছেন আজারবাইজানের ফিদেমাস্টার আতাকিসিয়েভ এলমারকে (২২৭১)।

ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া (২৩২১) ইসরাইলের ফিদেমাস্টার মিলিকভ ইয়োআভের (২৪২৯) সাথে ড্র করেন। ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ (২২১১) ভারতের ফিদেমাস্টার জেইন কাশিশ মনোজের (২৩১৫) কাছে পরাজিত হয়েছেন। ষষ্ঠ রাউন্ডের খেলা আজ (২১ আগস্ট) বোরবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।