ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

আবুধাবিতে তাহসিন-পরাগের জয়

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
আবুধাবিতে তাহসিন-পরাগের জয়

২৮তম আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল মাস্টার্স টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে এসে প্রথম জয়ের মুখ দেখেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। অপরদিকে চার ম্যাচ পর জয়ে ফিরেছেন ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে ২৩ আগস্ট মাস্টার্স ইভেন্টের সপ্তম রাউন্ডে তাহসিন (২৩২১) ভারতের বৈভব জয়ন্ত রাউতকে (২২১৭) এবং পরাগ (২২১১) স্বাগতিক আমিরাতের হামাদ বাদেরকে (২০২৯) পরাজিত করেন।

এদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৪০১) ভারতের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার ইনিয়ানের (২৫৫৬) সাথে ড্র করেছেন।

কিন্তু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (২৪২৭) ভারতের সুপার গ্র্যান্ডমাস্টার আরিয়ান চোপরার (২৬২৭) কাছে পরাজিত হয়েছেন। ৭ ম্যাচ শেষে জিয়া ও ফাহাদ ৪ পয়েন্ট করে, তাহসিন ৩.৫ পয়েন্ট ও পরাগ ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।