ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

প্রথম রাউন্ডেই বিদায় রাডুকানুর, নাদাল পৌঁছেছেন পরের রাউন্ডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
প্রথম রাউন্ডেই বিদায় রাডুকানুর, নাদাল পৌঁছেছেন পরের রাউন্ডে

ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন টুর্নামেন্টে নারীদের বর্তমান চ্যাম্পিয়ন এমা রাডুকানু। ১১ নম্বর বাছাই অ্যালাইজ কর্নেটের কাছে ৬-৩, ৬-৩ গেমে সরাসরি সেটে হেরে গিয়েছেন তিনি।

 

এদিকে প্রথম সেটে হেরেও দারুণ জয় তুলে নিয়েছেন রাফায়েল নাদাল। ওয়াইল্ডকার্ডে প্রবেশকারী রিঙ্কি হিজিকাতার বিরুদ্ধে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৩ জয় ছিনিয়ে নেন নাদাল।

রাফায়েল নাদালের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই দিয়ে শুরু করেছিলেন হিজিকাতা। প্রথম সেটে জয়ও পান তিনিই। হিজিকাতা কখনও-ই নাদালকে স্থির হতে দেননি। কারণ তিনি স্প্যানিয়ার্ডকে চ্যালেঞ্জ করতে থাকেন এবং শেষ পর্যন্ত সপ্তম গেমে তাঁর সার্ভ ভেঙে ৪-৩ এগিয়ে যান।

এরপর তাঁর সার্ভ ধরে রেখে প্রথম সেট ৬-৪ জিতে নেন তিনি। কিন্তু পরের তিনটি সেটে তাণ্ডব চালান নাদাল। প্রথম সেটে হার যেন তাতিয়ে দিয়েছিল তাকে। পরের তিনটি সেটে হিজিকাতাকে ৬-২, ৬-৩, ৬-৩ সেটে উড়িয়ে দেন রাফা। এর আগে ইগা সোয়েটেক, ক্যামেরন নরি এবং কার্লোস আলকারাজ সহজ জয়ের হাত ধরে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছেন।

মঙ্গলবার প্রথম রাউন্ডে জ্যামিন পাওলিনির বিপক্ষে সরাসরি সেটে জয়ের মাধ্যমে ইগা সুয়াটেক তাঁর ইউএস ওপেন অভিযান শুরু করেছেন। পুরুষদের একক বিভাগে সপ্তম বাছাই ক্যামেরন নরিও আবার প্রথম রাউন্ডে বেনোইট পেয়ারকে ৬-০, ৭-৬, ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন। তৃতীয় বাছাই কার্লো আলকারাজও সেবাস্তিয়ান বেজকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন।

বাংলাদেশ সময় : ১৩১৫, আগস্ট ৩১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।