ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

বাংলাদেশ তাবলিগ জামাত টিম: তসলিমা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
বাংলাদেশ তাবলিগ জামাত টিম: তসলিমা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সময়টা খুবই খারাপ যাচ্ছে। কোনো ফরম্যাটেই ভালো কিছু হচ্ছে না।

দলের প্রায় সবার পারফরম্যান্সই পড়তির দিকে। আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বিশাল হারে শুরু করেছে এশিয়া কাপ।

চারদিকে চলছে সমালোচনার ঝড়। এর মধ্যেই নতুন আলোচনা উস্কে দিলেন তসলিমা নাসরিন।

বাংলাদেশ দলের একটি পুরনো ছবি টুইটারে শেয়ার করেছেন এ নারীবাদী লেখিকা। সেখানে তামিম-মাশরাফিসহ দলের কয়েকজনকে ক্রিকেট মাঠে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে। নামাজের ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবিটি ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরের সময়কার বলে ধারণা করা হচ্ছে। যা শেয়ার দিয়ে তসলিমা লিখেছেন, 'বাংলাদেশ তাবলিগ জামাত টিম'।

তসলিমা লেখালেখির জগতে ডুবে থাকলেও ক্রিকেটের খোঁজখবর রাখেন। নিয়মিত না হলেও সোশ্যাল সাইটে ক্রিকেট বিষয়ে তার পোস্ট দেখা যায়।

আর জুমার নামাজ পড়ার ছবি পোস্ট করাও বাংলাদেশের ক্রিকেট টিমের জন্য নিয়মিত ঘটনা। প্রতি জুমার দিনেই ক্রিকেটারদের নামাজ আদায়ের ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, সেম্পেম্বর ০১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।