ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

ববিতে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
ববিতে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অর্থনীতি বিভাগ আয়োজিত আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অর্থনীতি বিভাগের ৫ম ও ৯ম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।

এদিন বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় উপাচার্য শিক্ষার্থীদের খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহ দেন।  

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান নাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ২৮ আগস্ট এ টুর্নামেন্ট শুরু হয়েছিল। টুর্নামেন্টে অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচ জয়লাভ করে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।