ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

খেলা

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের নৈপুণ্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২২
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় মাইলস্টোন কলেজের নৈপুণ্য

ঢাকা: ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় থানা পর্যায়ে নিজেদের সেরা নৈপুণ্য দেখাতে সক্ষম হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ।

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাইলস্টোন কলেজ ফুটবল দল (বালক ও বালিকা) চ্যাম্পিয়ন হয়।

দাবা খেলায় মধ্যম দল চ্যাম্পিয়ন ও বড় দল রানার্সআপ হয়ে শিরোপা অর্জন করে।

মাইলস্টোন কলেজের বিজয়ী খেলোয়াড় ও সংশ্লিষ্ট অনুষদ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন কলেজটির উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ি খেলার মাঠে অনুষ্ঠিত এই ক্রীড়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোস্তফা কামাল উদ্দিন ভূঁইয়া (অব.)।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উত্তরা থানার সভাপতি শেখ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী বিল্লাত আলী এবং মাইলস্টোন কলেজের পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।