ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

রেকর্ড গড়ে দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
রেকর্ড গড়ে দ্রুততম মানব ইমরানুর, মানবী শিরিন ছবি: শোয়েব মিথুন

শুরু হয়েছে ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিকস। আসরের প্রথম দিনেই দ্রুততম মানব-মানবী হয়েছেন ইমরানুর রহমান এবং শিরিন আক্তার।

 

দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশের দ্রুততম মানব হিসেবে অপ্রতিদ্বন্দ্বী ইমরানুর রহমান নিজের অবস্থান ধরে রেখেছেন। বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট ইমরানুর সময় নিয়েছেন ১০.২৯ সেকেন্ড। যা নতুন জাতীয় রেকর্ড। এর আগে গত মাসে তুরস্কে ইসলামিক সলিডারিটি গেমসে ১০.০১ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার স্প্রিন্টে ষষ্ঠ হয়েছিলেন ইমরানুর।  

অন্যদিকে সুমাইয়া দেওয়ানকে হারিয়ে দ্রুততম মানবীর মুকুট পুনরুদ্ধার করেছেন শিরিন আক্তার।  টানা ১২ বারের দ্রুততম মানবী শিরিন আক্তার গত জানুয়ারিতে ধাক্কা খেয়েছিলেন বিকেএসপির সুমাইয়া দেওয়ানের কাছে। আজ তাকে হারিয়েই তিনি ১৩ বারের মতো দেশের দ্রুততম মানবী হয়ে গেলেন শিরিন।  সময় নিয়েছেন ১১.৯৫ সেকেন্ড।  এটি মেয়েদের ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।