ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

খেলা

নারী ফুটবলারদের হাতে প্রথম পুরস্কার তুলে দিল আম্বার গ্রুপ

ক্রীড়া ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
নারী ফুটবলারদের হাতে প্রথম পুরস্কার তুলে দিল আম্বার গ্রুপ

সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে দেশে ফিরেছেন নারী ফুটবলাররা। তাদের এই অর্জনে আনন্দে ভাসছে পুরো দেশ।

একে একে আসছে অর্থ পুরস্কারের ঘোষণা। বিসিবি থেকে শুরু করে পুরস্কারের ঘোষণা দিয়েছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। তাদের মধ্যে সবার আগে নারী দলের হাতে পুরস্কার তুলে দিল আম্বার গ্র্রুপ।

গুলশানে নিজস্ব অফিসে বাংলাদেশ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন, অধিনায়ক সাবিনা খাতুন ও ফাইনালে জোড়া গোল করা কৃঞ্চা রানী সরকারের হাতে আম্বার গ্রুপ তুলে দিয়েছে ১০ লাখ টাকা অর্থ পুরস্কার।

আম্বার গ্রুপের ডিএমডি আবু হাসান মাহমুদ, পারিচালক এ বি এম সাইফুল হক ছোটন,সাবিনাদের হাতে তুলে দিয়েছেন নগদ অর্থের চেক। ছিলেন আম্বার গ্রুপের সিনিয়র ম্যানেজার স্পোর্টস জিয়াউর রহমান তপু। এই চেক পেয়ে আম্বার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবিনা। বাংলাদেশ নারী ফুটবল দলের উত্তোরত্তোর সাফল্য কামনা করে ভবিষ্যতেও এমন পুরস্কার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই শিল্প প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।