ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মোনার্ক পদ্মাকে হারিয়ে শীর্ষে ফিরল বরিশাল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২২
মোনার্ক পদ্মাকে হারিয়ে শীর্ষে ফিরল বরিশাল ছবি: শোয়েব মিথুন

হকি চ্যাম্পিয়নস ট্রফিতে মোনার্ক মার্ট পদ্মাকে হারিয়ে শীর্ষে উঠে এলো মেট্রো এক্সপ্রেস বরিশাল।  

আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে মোনার্ক পদ্মাকে ৪-১ গোলে হারিয়েছে তারা।

চতুর্থ মিনিটে আখিমুল্লাহর ফিল্ড গোলে এগিয়ে যায় মেট্রো এক্সপ্রেস বরিশাল। তবে প্রথম কোয়ার্টারের ম্যাচে ফিরে আসে মোনার্ক পদ্মা। ১৫ মিনিটে কিরেন ইয়ান গোভার্সের ফিল্ড গোলে সমতায় ফেরে তারা। বাকি তিন কোয়ার্টারেই দাপট দেখিয়েছে বরিশাল। মোনার্ক পদ্মাকে কোনো রকম সুযোগ দেয়নি।

দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই আবারও এগিয়ে যায় বরিশাল। পেনাল্টি কর্নার থেকে নিজের জোড়া গোল পূরণ করেন আখিমুল্লাহ। ২৮ মিনিটে পিসি থেকে মামুনুর রহমান চয়ন এবং ৫৭ মিনিটে সারোয়ার মোর্শেদের ফিল্ড গোলে বড় জয় নিশ্চিত হয় মেট্রো এক্সপ্রেস বরিশালের।

পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বরিশাল। মোনার্ক পদ্মার এটি চতুর্থ হার। ৩ পয়েন্ট নিয়ে তারা আছে পঞ্চম স্থানে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।