ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অ্যাথলেটিকসের নতুন সভাপতি তোফাজ্জল হোসেন

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
অ্যাথলেটিকসের নতুন সভাপতি তোফাজ্জল হোসেন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. ফজলে এলাহী সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারা প্রদত্ত ক্ষমতাবলে মো. তোফাজ্জল হোসেন মিয়াকে অ্যাথলেটিকসের সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সাবেক সচিব এ এস এম আলী কবীর। গত ১০ জানুয়ারি তার মৃত্যুর পর থেকে এই ফেডারেশনের কোনও সভাপতি ছিলো না।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।