ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে বয়সভিত্তিক সাঁতার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
শুরু হচ্ছে বয়সভিত্তিক সাঁতার

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী ৩৫তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা শুক্রবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হবে।

প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, শিক্ষা বোর্ড, বিকেএসপি, বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশসহ ৯০টি দলের প্রায় ৩০০ খেলোয়াড় অংশ নেবে বলে জানিয়েছে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।

সাঁতারুদের বয়স অনুযায়ী গ্রুপ নির্ধারণ করা হবে। বালক-বালিকা ৫টি গ্রুপে সাঁতারুরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে। শুক্রবার বিকাল ৪ টায় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।