ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

টানা তৃতীয় জয় সাইফ পাওয়ার গ্রুপ খুলনার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
টানা তৃতীয় জয় সাইফ পাওয়ার গ্রুপ খুলনার

ফ্রাঞ্চাইজি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি’তে টানা তৃতীয় জয় পেয়েছে দেশের শীর্ষ ক্রীড়াবান্ধব কর্পোরেট প্রতিষ্ঠান সাইফ পাওয়ার গ্রুপের দল খুলনা। আজ (৯ নভেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের অষ্টম ম্যাচে তৃতীয় জয় তুলে নেয় সাইফ।

৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে রূপায়ন সিটি কুমিল্লাকে।  

জয়ী দলের পক্ষে জোড়া গোল করেন অস্ট্রিয়ান মরিস ফ্রেই। সাইফ খুলনার পক্ষে অপর গোলটি করেন তানজীম আহমেদ। বিজিত রূপায়ন সিটি কুমিল্লার পক্ষে একমাত্র গোলটি করেন কোরিয়ান খেলোয়াড় কিম সুঙ ইয়োব। এই জয়ে কোয়ালিফায়ারের স্বপ্ন এবং আশা আরো প্রগাঢ় হলো সাইফের। ৮ ম্যাচ শেষে দলটির সংগ্রহ এখন ৯ পয়েন্ট। টেবিলের পাঁচ নম্বরে অবস্থান সাইফ খুলনার। সমান সংখ্যক ম্যাচে রূপায়ন সিটি কুমিল্লার সংগ্রহ ১৩ পয়েন্ট।

সাইফ খুলনার বিপক্ষে ৮টি পেনাল্টি স্ট্রোক পেয়েও গোলে রূপ দিতে পারেননি কুমিল্লার খেলোয়াড়রা। উল্টো ম্যাচে একটিও পেনাল্টি স্ট্রোক পায়নি সাইফ খুলনা। তবে কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত খেলেছে সাইফ খুলনা। ম্যাচের তিন গোলের তিনটিই ফিল্ড গোল পেয়েছে সাইফ। খুলনা তাদের তিন গোলের তিনটিই করেছে ম্যাচের চতুর্থ এবং শেষ কোয়ার্টারে।  

৫১ মিনিটে তানজীম আহমেদের গোলে লিড নেয় খুলনা। রাজু আহমেদ তপুর পাস থেকে অসাধারণ কানেক্টে বল কুমিল্লার জালে জড়িয়ে দেন তানজীম। ৮ ম্যাচে তানজীমের এটি পঞ্চম গোল। ম্যাচের অপর দুটি গোল সাইফের পক্ষে মরিস ফ্রেই করেন ম্যাচের ৫৮ ও ৫৯ মিনিটে। কুমিল্লার পক্ষে ম্যাচের ৫৪ মিনিটে গোল করেন কোরিয়ান কিম সুঙ ইয়োব। পেনাল্টি স্ট্রোক থেকে গোলটি করেন ইয়োব।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।