ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নতুন সম্পাদক তানজির, কোষাধ্যক্ষ বাবু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নতুন সম্পাদক তানজির, কোষাধ্যক্ষ বাবু মীর তানজির আহমেদ ও মো. ইদ্রিস আলী বাবু

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উপ-নির্বাচনে মীর তানজির আহমেদ সাধারণ সম্পাদক ও মো. ইদ্রিস আলী বাবু কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।  

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাতক্ষীরা অফিসার্স ক্লাব মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ হয়।

এতে ১৩৪ জন ভোটারের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।  

বিকেলে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মীর তানজির আহমেদ ৬৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ নাসিরুল হক পেয়েছেন ৫৭ ভোট।

অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে মো. ইদ্রিস আলী বাবু ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. শাহ আলম হাসান শানু পেয়েছেন ৫৩ ভোট।

জেলা ক্রীড়া সংস্থারটির বর্তমান কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খান বদু ও কোষাধ্যক্ষ আল আমিন কবির খান চৌধুরী ডেভিড মারা যাওয়ায় পদ দুইটি শূন্য ছিল।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।