ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

দু’জনের সঙ্গে প্রেমের অভিনয় করতে চান ইমন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৪
দু’জনের সঙ্গে প্রেমের অভিনয় করতে চান ইমন ইমন/ ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইমন সবসময়ই মজা করেন। সারাক্ষণ ফূর্তির আমেজে থাকেন।

যখন কাজে যান ফূর্তিতে থাকার চেষ্টা করেন। কাজটা ভালো হওয়ার ক্ষেত্রে এর চেয়ে ভালো দাওয়াই আর হয় না বলে মনে করেন তিনি। এজন্যই আড্ডা দিতে ভালো লাগে তার। জনপ্রিয় এই চিত্রনায়ক নিয়মিত মেডিটেশন করেন।

নিজের সম্পর্কে কোন তথ্যগুলো আপামর জনসাধারণ জানে না? এই প্রশ্নের উত্তরে একে একে ওপরের তথ্যগুলো দিয়ে গেলেন ইমন। তার আরেকটা গুণ- ধৈর্য। এটা ছিল বলেই টানা কয়েকটি ছবি আহামরি সাফল্য না পাওয়ার পরও ভেঙে পড়েননি এই তরুণ। হতাশায় নিমজ্জিত হওয়ার পরও হাল ছাড়েননি। তার ভাষ্য, ‘মানুষের জীবনে উত্থান-পতন থাকেই। জানতাম খারাপ সময়টা কেটে যাবে। ধীরে ধীরে খারাপ সময় পেরিয়ে ভালো সময়ে যাচ্ছি। ’

ইমনের ফাঁড়া কাটার জন্য যে কোনো একটি ছবির ব্যবসায়িক সাফল্য দরকার ছিল। তিনি জানতেন, এই সাফল্য পরের ছবিগুলোর ভালো ফল হওয়ার ক্ষেত্রে কাজে লাগবে। ‘জানে না এ মন’ তার অপেক্ষার অবসান ঘটিয়েছে। ছবিটি দারুণ ব্যবসায়িক সাফল্য পেয়েছে।

এই সাফল্যের রেশ ধরে সফল ইমনের আরেক ছবি ‘স্বপ্ন যে তুই’। এটি মুক্তি পাবে ২১ নভেম্বর। মনিরুল ইসলাম সোহেল পরিচালিত এ ছবিতে তার চরিত্রের নাম তমাল। আদর করে বন্ধুরা তাকে ‘টম’ বলে ডাকে। গ্রামের এই তরুণ শহরের রঙের দুনিয়া কখনও দেখেনি। স্বভাবে সহজ-সরল তমাল ঢাকায় এসে মেয়েদের গলায় ওড়না দেখে মুখ ফসকে বলে ফেলে, ‘ফাঁসি লেগে যাবে তো!’ একসময় তমাল আধুনিক হয়ে ওঠে।

‘জানে না এ মন’ মুক্তির কয়েকদিন পরই মুক্তি পাচ্ছে ‘স্বপ্ন যে তুই’। তবে দুটি ছবির চরিত্রের সঙ্গে কোনো মিল নেই বলে আশ্বাস দিলেন ইমন। তিনি বলেন, ‘আগেরটা ছিল অ্যাকশন ধাঁচের। এ ছবি ব্যবসায়িক সাফল্য পাওয়ায় প্রমাণ হয়েছে আমার ছবিও চলে। আশা করি এর ফল পাবে ‘স্বপ্ন যে তুই’। এখানে দর্শকরা নতুন এক ইমনকে দেখবে। এর শক্তিশালী জায়গা হলো মৌলিক গল্প। আর গানগুলোর জন্য হলেও দর্শকদের প্রেক্ষাগৃহে যেতে হবে। ছবিটির গান নিয়ে ভালো সাড়া পাচ্ছি। গানগুলো বানিয়েছেন বাংলাদেশের শওকত আলী ইমন, আবিদ রনি, শিহাব রিপন ও ভারতের আকাশ। ’

‘স্বপ্ন যে তুই’ ইমনের ১৯তম ছবি। এতে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেণ অাঁচলের সঙ্গে। ছবি মুক্তির দিনে সিরাজগঞ্জের চালার একটি প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে ছবি দেখবেন ইমন। ছবিটি নিয়ে হল মালিক ও প্রদর্শকরা খুবই আশাবাদী বলে জানা গেছে। তিনি বলেন, ‘আমার সহশিল্পী হিসেবে আছেন ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ চ্যাম্পিয়ন আবু হেনা রনি, সজল ও জামিল। তিনজনের অন্তর্ভুক্তি আশা করি কাজে দেবে। ’

চলচ্চিত্রে সাত বছর পেরিয়ে এসেছেন ইমন। এই ক’বছরে তার অর্জন কী? ‘নিজের অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া কিছু ব্যবসাসফল ছবির নায়ক হতে পেরেছি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘পাঁচ টাকার প্রেম’, ‘মায়ের জন্য পাগল’, ‘গার্মেন্টস কন্যা’, ‘লাল টিপ’ ছবির কথা বলতে পারি। ’

নাচ-গান-মারামারিতে ভরপুর ছবির পাশাপাশি একটু অন্যরকম ছবিতেও কাজ করেছেন ইমন। এ তালিকায় আছে ‘গহীনে শব্দ’ ও ‘জোনাকির আলো’। তিনি বললেন, ‘আমি পরিকল্পনা করে এগোই। আমাদের চেনা বাণিজ্যিক ছবির পাশাপাশি প্রশংসা কুড়াতে পারি এমন ছবিও দরকার আছে। তাই প্রতি বছরই এমন মানের ছবিতে কাজ করতে মুখিয়ে থাকি। ’

সামনে নার্গিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’, চাষী নজরুল ইসলামের ‘ভুল যদি হয়’ ও ‘অন্তরঙ্গ’, শফিকুল ইসলাম মিঠুর ‘অচেনা হৃদয়’, তন্ময় তানসেনের ‘পদ্মপাতার জল’, স্বপন আহমেদের ‘পরবাসিনী’ এবং সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবিগুলোতে দর্শক ইমনকে দেখবে। এগুলো নিয়েও তার অনেক আশা।

রূপালি পর্দায় অনেকের নায়ক হয়েছেন ইমন। মজার ছলে তার কাছে প্রশ্ন রাখা হলো, কার সঙ্গে প্রেমের অভিনয় করতে ইচ্ছে হয়? বাংলানিউজের বিনোদন বিভাগে বসে মনের ইচ্ছা জানিয়ে গেলেন তিনি- ‘মৌসুমী আপার সঙ্গে পর্দায় প্রেম করতে পারলে ভালো লাগেতো। আর এ প্রজন্মের মধ্যে মাহির সঙ্গে এখনও অভিনয় করা হয়নি। এ দুটি সুযোগ পেলে উপভোগ করতাম। ’

বাংলাদেশ সময় : ২৩১৩ নভেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ