ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

কনার কাছে একডজন প্রশ্ন

ইও ইও হানি সিংয়ের সঙ্গে গাইতে ইচ্ছে করে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
ইও ইও হানি সিংয়ের সঙ্গে গাইতে ইচ্ছে করে কনা / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলচ্চিত্রের গান, অডিও অ্যালবাম আর বিজ্ঞাপনচিত্রে সমানতালে কণ্ঠ দিয়ে যাচ্ছেন কনা। সংগীতাঙ্গনে ১৬ বছর পেরিয়ে এসেছেন তিনি।

তার একক অ্যালবামগুলো হলো ‘জ্যামিতিক ভালোবাসা’ (২০০৬), ‘কনা’ (২০০৮) এবং ‘সিম্পলি কনা’ (২০১১)। নিজের চতুর্থ একক অ্যালবামের কাজ শুরু করেছেন জনপ্রিয় এই গায়িকা। এবারের এক ডজন প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

১. কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে কতো দেবেন?
কনা : অধ্যবসায়, আন্তরিকতা আর পেশাদারিত্বের প্রসঙ্গ এলে নিজেকে দশে আট দেবো।

২. আবার জন্মালে…
কনা : কনাই হতে চাই। নিজের জীবন নিয়ে আমি সুখী।

৩. কোন গান একবারে গাইতে পারেননি?
কনা : মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ ছবির ‘তারকাঁটা’ গানটি খুব কঠিন ছিলো। প্রথম দিন গাইতেই পারিনি। মাথা ঘোরাচ্ছিল। দ্বিতীয় দিন রেকর্ডিংয়ে গানটি গাইতে পেরেছিলাম। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমী। গানটিতে আমার সহশিল্পী ছিলেন পারভেজ।

৪. ভূত দেখলে...
কনা : ভূত আমি প্রচন্ড ভয় পাই। ভূত দেখার কথা মাথায় আনতেই পারি না।

৫. কোন শব্দ দিনে বেশি ব্যবহার করেন?
কনা : হ্যালো… ফোন এলে এই শব্দটা বলতেই হয়।

৬. সবচেয়ে আনন্দময় মুহূর্ত…
কনা : গতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে গেয়েছিলাম। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার দিকে তাকিয়ে বলেছিলেন, ‘ও গান গায়! মুখ দেখে তো আমি ভাবছিলাম এই মেয়ে বোধ হয় নায়িকা!’

৭. কার সঙ্গে গাইতে ইচ্ছে করে?
কনা : অনেকেই আছে। এখন ইও ইও হানি সিংয়ের সঙ্গে গাইতে ইচ্ছে করে।  

৮. টার্নিং পয়েন্ট...
কনা : একটা একটা করে টার্ন এসেছে আমার জীবনে। তবে ‘জ্যামিতিক ভালোবাসা’ অ্যালবামের গানগুলো জনপ্রিয় না হলে হয়তো নায়িকা হয়ে যেতাম।

৯. কোন বিষয়ে আপনি বেশি খুঁতখুঁতে?
কনা : কাপড়চোপড়ের ব্যাপারে আমি বরাবরই খুঁতখুঁতে। পরিবেশ বুঝে কাপড় পরি। আর ঢালাওভাবে মিশ্র অ্যালবামে না গাওয়ার দিকে সচেতন থাকি।

১০. একদিনের রানী হলে...
কনা : একদিন তো চিন্তা করতেই চলে যাবে!

১১. বিপদে পড়লে প্রথম কাকে ফোন করবেন?
কনা : আমার বড় বোন লিসাকে। ও আমার ভালো বন্ধু।

১২. এখনকার ব্যস্ততা...
কনা : চতুর্থ একক অ্যালবামের কাজ শুরু করেছিলাম। কিন্তু কনসার্টের ব্যস্ততার কারণে সময় দিতে পারছি কম। তাছাড়া চলচ্চিত্রের গান আর বিজ্ঞাপনচিত্রের নেপথ্য গানের ব্যস্ততাও আছে।

বাংলাদেশ সময় : ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ