ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তারার ফুল

নিলয়ের কাছে একডজন প্রশ্ন

যেদিন প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি হলো

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪
যেদিন প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি হলো নিলয়/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তিনি ‘সুপার হিরো’! ২০১০ সালে এনটিভির ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে বিজয়ী হওয়ায় পান সুপার হিরো পুরস্কার। বড় ও ছোট পর্দায় নিয়মিত কাজ করে যাওয়া এই তরুণ হলেন নিলয়।

রেদওয়ান রনির ‘জোৎস্ন্যাময়ী’, কৌশিক শংকর দাসের ‘নীল রঙের গল্প’, আশুতোষ সুজনের ‘রূপালি আলোর খোঁজে’ এবং সানিয়াত পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটির কথা বলা যায় তার মনে রাখার মতো কাজের তালিকায়। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স সম্পন্ন করা নিলয় চলচ্চিত্রাঙ্গনে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে চান। এখন তার হাতে আছে জাহিদ রেজার ‘ভালোাবাসা প্রেম নয়’ ও প্রয়াত বেলাল আহমেদের পরিচালিত ‘ভালোবাসবই তো’ (সহশিল্পী মৌসুমী)। বাংলানিউজের এক ডজন প্রশ্নের মুখোমুখি হয়েছেন নিলয়।

বাংলানিউজ : প্রথম দর্শনে কার প্রেমে পড়েছেন?
নিলয় : অনেকের। তাদের মধ্যে সবার আগে থাকবেন মৌসুমী আপু ও মাধুরী দীক্ষিত।

বাংলানিউজ : ভূত দেখলে...
নিলয় : ভূতের ছবি দেখতে ভয় লাগে। তবে বাস্তবে কখনও ভূত দেখিনি।

বাংলানিউজ : সবচেয়ে দুঃখ পেয়েছিলেন কবে?
নিলয় : যেদিন প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ি হলো।

বাংলানিউজ : সবচেয়ে আনন্দের দিন...
নিলয় : আমাকে সুপার হিরো ঘোষণার মুহূর্ত।

বাংলানিউজ : প্রেম করে বিয়ে নাকি বিয়ে করে প্রেম, কোনটায় বিশ্বাসী?
নিলয় : প্রেম করে বিয়ে।

বাংলানিউজ : এক কথায় ভালোবাাসার সংজ্ঞা...
নিলয় : শুধুই বিশ্বাস।

বাংলানিউজ :  কোন কাজটি জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলো?
নিলয় : ‘বাংলালিংক দেশ ৫’-এর বিজ্ঞাপন।

বাংলানিউজ : নায়ক না হলে কী করতেন?
নিলয় : ব্যবসা করতাম।

বাংলানিউজ : একদিনের রাজা হলে...
নিলয় : সবার আগে নিশ্চিত করবো, যেন সবসময় রাজা থাকতে পারি।

বাংলানিউজ : রাগলে কী করেন?
নিলয় : একা চুপচাপ বসে থাকি।

বাংলানিউজ : যে বিষয়ে বেশি খুঁতখুঁতে...
নিলয় : একবার পোশাক ব্যবহারের পর আর পরিষ্কার না করে পরতে ইচ্ছে করে না। পোশাক নিয়ে বেশি খুঁতখুঁতে স্বভাবের আমি। আমার প্রিয় পোশাক টি-শার্ট ও জিন্স।

বাংলানিউজ : যা সহ্য করতে পারেন না?
নিলয় : সামনে ভালো কিন্তু পেছনে খারাপ বলা মানুষকে একেবারেই সহ্য করতে পারি না।

বাংলাদেশ সময় : ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ