ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তারার ফুল

বিশ্বসংগীত ২০১৪

চারদিকে নবীনদের জয়জয়কার

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
চারদিকে নবীনদের জয়জয়কার

বিশ্বসংগীতাঙ্গনে এ বছর ছিলো নবীনদের জয়জয়কার। এ ছাড়া সংগীতপ্রেমীরা পেয়েছে অনেক নতুন শিল্পীকে।

লর্ডে তাদের মধ্যে অন্যতম। এক ‘পিউর হিরোইন’ অ্যালবাম দিয়ে সাড়া ফেলেছেন নিউজিল্যান্ডের এই রকতারকা। চলচ্চিত্রের গানের অ্যালবামের সাফল্য ছিলো লক্ষণীয়। এ ক্ষেত্রে বলা যায় অ্যানিমেটেড ছবি ‘ফ্রোজেন’-এর কথা। এটাই বিলবোর্ডের হিসাবে সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবাম। ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ ছবির গানের অ্যালবামও বেশ সাড়া ফেলেছে।

একক গানের মধ্যে ফ্যারেল উইলিয়ামসের ‘হ্যাপি’ সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে। ফ্যারেলের পাশাপাশি নবীনদের মধ্যে ইজি অ্যাজালিয়া নজর কেড়েছেন। জেনিফার লোপেজের মতো বিখ্যাত শিল্পীও তাকে নিয়ে দ্বৈত গান গেয়েছেন।

পুরনো গায়কদের মধ্যে জাস্টিন টিম্বারলেক আর গায়িকাদের মধ্যে কেটি পেরি এ বছর এগিয়ে ছিলেন অন্যদের তুলনায়। এক ঝলকে দেখে নিন বিশ্বসংগীতে এ বছর কারা সফল ছিলেন।   


শীর্ষ ১০ শিল্পী
১. ওয়ান ডিরেকশন ব্যান্ড। ২. কেটি পেরি। ৩. বিয়ন্সে নোলস। ৪. টেলর সুইফট। ৫. জাস্টিন টিম্বারলেক। ৬. ইজি অ্যাজালিয়া। ৭. আরিয়ানা গ্র্যান্ড। ৮. মাইলি সাইরাস। ৯. ফ্যারেল উইলিয়ামস। ১০. এমিনেম।


শীর্ষ ১০ নবীন
১. ইজি অ্যাজালিয়া। ২. স্যাম স্মিথ। ৩. ফাইভ সেকেন্ডস অব সামার। ৪. মেগান ট্রেইনর। ৫. ব্যাস্টিলে। ৬. ম্যাজিক! ৭. চার্লি এক্সসিএক্স। ৮. নিকো অ্যান্ড ভিঞ্জ। ৯. আমেরিকান অথার্স। ১০. টোভ লো।

শীর্ষ ১০ সিঙ্গেলস

১. হ্যাপি (ফ্যারেল উইলিয়ামস)
২. ডার্ক হর্স (কেটি পেরি)
৩. অল অব মি (জন লিজেন্ড)
৪. ফ্যান্সি (ইজি অ্যাজালিয়া ও চার্লি এক্সসিএক্স)
৫. কাউন্টিং স্টারস (ওয়ান রিপাবলিক ব্যান্ড)
৬. টক ডার্টি (জেসন ডিরুলো ও টু চেইঞ্জ)
৭. রুড (ম্যাজিক! ব্যান্ড)
৮. অল অ্যাবাউট দ্যাট বেজ (মেগান ট্রেইনর)
৯. প্রবলেম (আরিয়ানা গ্র্যান্ড)
১০. স্টে উইথ মি (স্যাম স্মিথ)

শীর্ষ ১০ অ্যালবাম

১. ফ্রোজেন (ছবির গানের অ্যালবাম)
২. বিয়ন্সে (বিয়ন্সে নোলস)
৩. নাইনটিন এইটি নাইন (টেলর সুইফট)
৪. মিডনাইট মেমোরিস (ওয়ান ডিরেকশন ব্যান্ড)
৫. দ্য মার্শাল ম্যাদারস এলপি টু (এমিনেম)
৬. পিউর হিরোইন (লর্ডে)
৭. ক্র্যাশ মাই পার্টি (লুক ব্রায়ান)
৮. প্রিজম (কেটি পেরি)
৯. ব্লেম ইট অল অন মাই রুটস : ফাইভ ডিকেডস অব ইনফ্লুয়েন্সেস (গার্থ ব্রুকস)
১০. হিয়ার’স টু দ্য গুড টাইমস (ফ্লোরিডা জর্জিয়া লাইন)


শীর্ষ ১০ গায়ক
১. জাস্টিন টিম্বারলেক। ২. ফ্যারেল উইলিয়ামস। ৩. এমিনেম। ৪. লুক ব্রায়ান। ৫. স্যাম স্মিথ। ৬. জন লিজেন্ড। ৭. ড্রেক। ৮. জেসন ডিরুলো। ৯. জাস্টিন বিবার। ১০. এড শিরান।


শীর্ষ ১০ গায়িকা
১. কেটি পেরি। ২. বিয়ন্সে নোলস। ৩. টেলর সুইফট। ৪. ইজি অ্যাজালিয়া। ৫. আরিয়ানা গ্র্যান্ড। ৬. মাইলি সাইরাস। ৭. লর্ডে। ৮. নিকি মিনাজ। ৯. লেডি গাগা। ১০. মেগান ট্রেইনর।

শীর্ষ ১০ রক অ্যালবাম

১. পিউর হিরোইন (লর্ডে)
২. নাইট ভিশন্স (ইমাজিন ড্রাগন্স ব্যান্ড)
৩. গোস্ট স্টোরিস (কোল্ডপ্লে ব্যান্ড)
৪. গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি-অসাম মিক্স ভলিউম.ওয়ান (ছবির গানের অ্যালবাম)
৫. এএম (আর্কটিক মাঙ্কিস ব্যান্ড)
৬. টার্ন ব্লু (দ্য ব্ল্যাক কিস ব্যান্ড)
৭. ব্যাড ব্লাড (ব্যাস্টিলে ব্যান্ড)
৮. ল্যাজারেট্টো (জ্যাক হোয়াইট)
৯. দ্য রং সাইড অব হ্যাভেন...ভলিউম টু (ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ ব্যান্ড)
১০. মর্নিং ফেজ (বেক)

শীর্ষ ১০ রক গান
১. পমপেই (ব্যাস্টিলে ব্যান্ড)
২. টিম (লর্ডে)
৩. রয়েলস (লর্ডে)
৪. লেট হার গো (প্যাসেঞ্জার ব্যান্ড)
৫. বেস্ট ডে অব মাই লাইফ (আমেরিকান অথারস ব্যান্ড)
৬. ডেমন্স (ইমাজিন ড্রাগন্স ব্যান্ড)
৭. অ্যাইন্ট ইট ফান (প্যারামোর ব্যান্ড)
৮. অ্যা স্কাই ফুল অব স্টারস (কোল্ডপ্লে ব্যান্ড)
৯. রেডিওঅ্যাক্টিভ (ইমাজিন ড্রাগন্স ব্যান্ড)
১০. কাম উইথ মি নাউ (কঙ্গোস)

শীর্ষ ১০ হার্ডরক অ্যালবাম
১. দ্য রং সাইড অব হ্যাভেন...ভলিউম টু (ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ ব্যান্ড)
২. দ্য হান্টিং পার্টি (লিনকিন পার্ক ব্যান্ড)
৩. হেইল টু দ্য কিং (অ্যাভেঞ্জড সেভেনফোল্ড ব্যান্ড)
৪. পয়েন্ট ফাইভ : দ্য গ্রে চ্যাপ্টার (স্লিপনট ব্যান্ড)
৫. সনিক হাইওয়েস (ফু ফাইটার্স ব্যান্ড)
৬. দ্য বেস্ট অব নিকেলব্যাক : ভলিউম ওয়ান (নিকেলব্যাক ব্যান্ড)
৭. দ্য রং সাইড অব হ্যাভেন অ্যান্ড দ্য রাইটিয়াস সাইড অব হেল...ভলিউম ওয়ান (ফাইভ ফিঙ্গার ডেথ পাঞ্চ ব্যান্ড)
৮. থাউজেন্ড এইচপি (গডসম্যাক ব্যান্ড)
৯. লাইটনিং বোল্ট (পার্ল জ্যাম ব্যান্ড)
১০. গোইং টু হেল (দ্য প্রিটি রেকলেস ব্যান্ড)

২০১৪ সালের সেরা ১৪ পপ অ্যালবাম
১. আই নেভার লার্ন-লাইকি লি
২. সাকার-চার্লি এক্সসিএক্স
৩. কুইন অব দ্য ক্লাউডস-টোভ লো
৪. টেক মি হোয়েন ইউ গো-বেটি হু

৫. নাইনটিন এইটি নাইন-টেলর সুইফট
৬. ডু ইট অ্যাগেইন ইপি-রয়েকসপ অ্যান্ড রবিন
৭. ইন কোল্ড ব্লাড-হোয়াইট সি
৮. ব্রুডস ইপি-ব্রুডস

৯. টাফ লাভ-জেসি ওয়্যার
১০. প্রমিজেস ইপ-রাইন ওয়েভার

১১. স্ট্রেঞ্জ ডিজায়ার-ব্লিচার্স
১২. সুগার ইপি-পাউস

১৩. এক্স-এড শিরান
১৪. আলট্রাভায়োলেন্স-লানা ডেল রে

বিলবোর্ডের চোখে সেরা ১০ গান

১. শ্যান্ডেলিয়ার-সিয়া

২. আই-কেন্ড্রিক ল্যামার

৩. টেক মি টু চার্চ-হোজিয়ার

৪. রেদার বি-ক্লিন ব্যান্ডিট ও জেস গ্লিন

৫. বার্নিং ইট ডাউন-জেসন অ্যালডিন

৬. টু অন-টিনাশি ও স্কুলবয় কিউ

৭. ফ্ললেস (রিমিক্স)-বিয়ন্সে ও নিকি মিনাজ

৮. আই ওয়ানা গেট বেটার-ব্লিচারস

৯. ব্ল্যাঙ্ক স্পেস-টেলর সুইফট

১০. শি লুকস সো পারফেক্ট-ফাইভ সেকেন্ডস সো পারফেক্ট

বিবিসির দৃষ্টিতে সেরা ১০ গান
১. অল অব মি-জন লিজেন্ড
২. হ্যাপি-ফ্যারেল উইলিয়ামস
৩. স্টে উইথ মি-স্যাম স্মিথ
৪. থেরাপি-ম্যারি জে ব্লিজ
৫. ট্রান্সজেন্ডার ডিসফোরিয়া ব্লুজ-অ্যাগেইনস্ট মি!
৬. ভারলেইন শট রিমবাউড-লাইডিয়া লাভলেস
৭. শেক ইট অফ-টেলর সুইফট
৮. ক্রেডল ইউর ডিভাইস-টম ব্রসো
৯. এইসটাইলিন-উসি
১০. হ্যাভ ইউ সিন মাই সন?-বেঞ্জামিন বুকার

বাংলাদেশ সময় : ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ