ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

বলিউড তারকারা যখন বুড়ো হবেন

বৃষ্টি শেখ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
বলিউড তারকারা যখন বুড়ো হবেন

এক নদীতে দু’বার স্নান করা যায় না! এই প্রবাদ বুঝতে বুঝতে জীবনের অনেকটা সময় কেটে যায়। সময় আর নদীর স্রোত কারও জন্যই অপেক্ষা করে না।

শৈশব, কৈশোর, তারুণ্য পেরিয়ে সবাইকে একদিন বুড়িয়ে যেতে হয় সময়ের নিয়মে। রূপালি পর্দার স্বপ্নিল তারকারাও এই নিয়মের বাইরে নন। এখন যাদের জীবনসঙ্গী হিসেবে পেতে ইচ্ছে হয় ভক্তদের, বুড়িয়ে যাওয়ার পর তারা কেমন হবেন? বলিউডভিত্তিক একটি ওয়েবসাইট বলিউডের দশ তারকার বুড়ো হয়ে যাওয়ার রূপ কল্পনায় সাজিয়েছে। প্রত্যেকেই ৪০ বছর পর কেমন হবেন চলুন এক ঝলকে দেখে ফেলি।


* শাহরুখ খান এ বছর পা রাখছেন ৫০ বছরে। ৯০ বছর বয়সে তার হাল হতে পারে এমন!


* সালমান খানও এ বছর পা রাখছেন ৫০ বছরে। ৯০ বছর বয়সেই এমন বুড়ো হয়ে যেতে পারেন তিনি!


* বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের বয়স এখন ৪১ বছর। আর চার দশক পরে হয়তো এমন বুড়িয়ে যেতে দেখা যাবে তাকে।


* ২৬ বছর বয়সী অভিনেত্রী-প্রযোজক অানুশকা শর্মা ৬৬ বছর বয়সে এমন হয়ে যেতে পারেন।  


* দীপিকা পাড়ুকোন ৩০ ছুঁই ছুঁই করছেন। সত্তরে পা রাখার পর তিনি এমন হতে পারেন।  


* নবাবপত্নী কারিনা কাপুর খানের বয়স এখন ৩৪ বছর। পঁচাত্তরের আগেই তিনি হয়ে যেতে পারে এমন বৃদ্ধা!


* ৩১ বছর বয়সী ক্যাটরিনা কাইফের এমন হাল হয়ে যেতে পারে ষাট পেরিয়ে যাওয়ার পরপরই!


* রণবীর কাপুরের বয়স এখন ৩২ বছর। আর চার দশক পরেেই হয়তো এমন বুড়ো হয়ে যেতে দেখা যাবে তাকে।


* ২৯ বছর বয়সী রণবীর সিং সত্তরে পা রাখার প্রাক্কালেই এমন বৃদ্ধ হয়ে যেতে পারেন।  

বাংলাদেশ সময় : ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ