ঢাকা, বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ মে ২০২৪, ০৬ জিলকদ ১৪৪৫

তারার ফুল

হলিউডে আসছেন স্যাম স্মিথ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
হলিউডে আসছেন স্যাম স্মিথ স্যাম স্মিথ

অভিষেকেই চার-চারটি গ্র্যামি জিতে নজর কেড়েছেন স্যাম স্মিথ। শুধু শ্রোতাদের মনই নয়, জয় করেছেন তারকাদের মনও।

সে তালিকায় আছেন ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজ। স্যামকে রূপালি পর্দায় দেখতে চান তিনি। টমের মন্তব্য, মারামারি থেকে শুরু করে সংগীতনির্ভর, সব ধরনের ছবিতেই ২২ বছর বয়সী এই ব্রিটিশ গায়ককে অনায়াসে মানিয়ে যাবে। কৈশোরে অবশ্য ‘দ্য রকি হরর শো’ এবং ‘ওয়েস্ট এন্ড’ সিরিজে অভিনয় করেছেন তিনি।

‘স্টে উইথ মি’ এই একটি গানই স্যাম স্মিথকে এনে দিয়েছে গ্র্যামির রেকর্ড অব দ্য ইয়ার এবং সং অব দ্য ইয়ার বিভাগের পুরস্কার। এ ছাড়া তার প্রথম স্টুডিও অ্যালবাম ‘ইন দ্য লোনলি আওয়ার’ হয়েছে সেরা পপ ভোকাল অ্যালবাম। সেরা নতুন শিল্পীও তিনিই। গত মাসে অনুষ্ঠিত ব্রিট অ্যাওয়ার্ডসেও সেরা নতুন শিল্পীর (ব্রিটিশ ব্রেকথ্রো অ্যাক্ট) পুরস্কার উঠেছে তার হাতে। এ ছাড়া গ্লোবাল সাকসেস অ্যাওয়ার্ড বিভাগেও পুরস্কারও জিতেছেন তিনি।  

অ্যালবামের নামের মতো গ্র্যামিতে লোনলি অর্থাৎ একাই গিয়েছিলেন স্যাম। কারণ মনোমালিন্য হওয়ায় সঙ্গী জোনাথান জেইজেলের সঙ্গে তার সম্পর্কের বন্ধন ছিঁড়ে গেছে। তবে এই বিচ্ছেদ শাপে বর হয়েছে স্যামের জন্য। বিরহে ডুবে গিয়েই যে ‘ইন দ্য লোনলি আওয়ার’ অ্যালবামের গানগুলো লিখেছেন তিনি! তাই প্রাক্তন প্রেমিককে ব্যথা দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি স্যাম। ভোগ ম্যাগাজিনকে তিনি বলেন, ‘প্রেমে ব্যর্থ হওয়া হতাশার কিছু নয়। বরং এতে নিজেকে আরও মানবিক মনে হয়! তাই যতো সম্ভব ভালোবাসতে হবে। ’

আগামী প্রেমিক সম্পর্কে ‘দ্য এলেন শো’ অনুষ্ঠানে রসিকতার সুরে স্যাম বলেন, ‘গ্র্যামি পুরস্কার পরিস্কার করতে পারে এমন কোনো ছেলেকেই বেছে নেবো!’ যে গ্র্যামিকে যত্ন করে রাখতে চান স্যাম, গত মাসে জেতা সেই ট্রফিগুলো এখনও তার কাছে হস্তান্তর করা হয়নি। সোনালি গ্রামোফোনগুলোর জন্য তার অপেক্ষা আজও শেষ হয়নি! ব্রিট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এক মাস হতে চললো, এখনও ওগুলো হাতে পাইনি। এটা বিরক্তিকর ব্যাপার। ’

এদিকে গ্র্যামি আর ব্রিট অ্যাওয়ার্ড জেতায় স্যামের অ্যালবামের কাটতি বেড়ে গেছে। ফলে এটি এখন আছে ব্রিটিশ অ্যালবাম চার্টের শীর্ষে। এই সাফল্যের পালে হাওয়া এনে দিতে আগামী জুলাইয়ে উত্তর আমেরিকায় সংগীত সফর শুরু করবেন স্যাম।  

চারপাশে যেভাবে খ্যাতি ছড়িয়ে পড়ছে তাতে মোটেও আত্মহারা হন না স্যাম। তার কাছে জনপ্রিয়তা ভালো কোনো বিষয় নয়। তিনি বলে রেখেছেন, ‘মনে হবে অঢেল টাকা হতে যাচ্ছে। এ কারণে সবাই জনপ্রিয়দের ভালোও বাসবে। দুঃখ কখনও স্পর্শ করবে না। দিনরাত গেয়ে যেতে হবে। সব মিলিয়ে অদৃশ্য এক বস্তুতে পরিণত হন জনপ্রিয়রা। এই খ্যাতির দরকার কি!’

* স্যাম স্মিথের গাওয়া গানের ভিডিও : 

* স্যাম স্মিথের গাওয়া ‘মানি অন মাই মাইন্ড’ গানের ভিডিও

 

* স্যাম স্মিথের গাওয়া ‘লেট মি ডাউন’ গানের ভিডিও

 

* স্যাম স্মিথের গাওয়া ‘স্টে উইথ মি’ গানের ভিডিও

 

* স্যাম স্মিথের গাওয়া ‘আই অ্যাম নট অনলি দ্য ওয়ান’ গানের ভিডিও

 

* স্যাম স্মিথের গাওয়া ‘লাইক আই ক্যান’ গানের ভিডিও 

বাংলাদেশ সময় : ১৯৩৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ