ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

তারার ফুল

দুই পৃথিবীতে অহনার চোখের দেখা

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জুন ৩, ২০১৫
দুই পৃথিবীতে অহনার চোখের দেখা অহনা / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কয়েক বছর আগের কথা। গাজীপুরে এক শুটিংয়ে গিয়ে শাকিব খানের সঙ্গে পরিচয় হয় অহনার।

তিনি দেশের সবচেয়ে বড় তারকা, তাই জনপ্রিয় এই অভিনেত্রী ভেবেছিলেন পরক্ষণেই হয়তো ভুলে গেছেন। কিন্তু কিছুদিন পর ‘দুই পৃথিবী’ ছবিতে শাকিবের আগ্রহের জন্য তাকে অভিনয়ের সুযোগ দেন পরিচালক এফআই মানিক। খবরটা জেনে তো অহনা অবাক!

অহনার সেই ছবি সারাদেশে মুক্তি পাচ্ছে আগামী ৫ জুন। এতে তার চরিত্রের নাম ফারাহ। মালয়েশিয়া প্রবাসী মেয়ে সে। ছবিটিতে শাকিবের পাশাপাশি তার সহশিল্পী অপু বিশ্বাস। শাকিবের বিপরীতে কাজ করার সময় অনেক পরিচালকের সঙ্গে কাজ করার প্রস্তাব এসেছিলো অহনার কাছে। কিন্তু সবাইকে পরিচালকের অজুহাত দেখিয়ে ফিরিয়ে দিয়েছেন। ‘দুই পৃথিবী’ ছবিতে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে অহনা বলেন, ‘তিনি অসাধারণ একজন অভিনয়শিল্পী। কাজ করার সময় সহশিল্পীর প্রতি তার সহায়তা মনে রাখার মতো। ’

বড়পর্দায় এর আগেও কাজ করেছেন অহনা। তার প্রথম চলচ্চিত্র রকিবুল আলম রকিবের ‘চাকরের প্রেম’ মুক্তি পায় ২০০৮ সালে। এতে আমিন খানের নায়িকা হয়েছিলেন তিনি। এখন তার হাতে আরেকটি ছবি আছে। এর নাম ‘চোখের দেখা’। পিএ কাজলের পরিচালনায় এতে তার নায়ক সাইমন। অহনা বলেন, ‘দুটি ছবি নিয়েই বেশ আশাবাদী আমি। প্রত্যাশাটা একটু বেশি বলতে পারেন। আশা করি, দর্শকরা দেখে হতাশ হবেন না। ’

বিজ্ঞাপনচিত্রে কাজ করেই পরিচিতি পেয়েছেন অহনা। ডিজুস, জুঁই নারিকেল তেল, কসমস বিস্কুট, নেসক্যাফের বিজ্ঞাপনগুলো এ তালিকায় উল্লেখযোগ্য। এখন টিভি নাটকের নিয়মিত মুখ তিনি। সামনে ঈদ, তাই সারাবেলা শুটিংয়ে কেটে যাচ্ছে তার। আরটিভিতে চলছে জাহিদ হাসানের পরিচালনায় ‘উড়ামন’। ওটার কাজও করতে হয়।

বড় পর্দা নাকি ছোটপর্দা- কোনটাকে প্রাধান্য দিচ্ছেন? উত্তরে অহনা বললেন, ‘অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি। তাই দুই জায়গাতে কাজ করতে হয়। ‘দুই পৃথিবী’ আর ‘চোখের দেখা’ ভালো ব্যবসা করলে রূপালি পর্দায় নিয়মিত কাজ করার আগ্রহ বেড়ে যাবে। গল্পনির্ভর চলচ্চিত্রেই সবসময় কাজ করতে চাই। ’

বাংলাদেশ শিশু চলচ্চিত্র সংসদের শিশুশিল্পী হিসেবে অহনার যাত্রা শুরু হয়। ডাক নাম লাকী। স্নাতক করেছেন ব্যবস্থাপনায়। মানুষ হিসেবে তিনি মিশুক। তার মধ্যে চঞ্চলতা লক্ষণীয়। অবসর পেলেই হলো, পরিবার ও বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। পেশা ও ব্যক্তিজীবন- এ দুই পৃথিবী নিয়েই অভিনয়শিল্পীদের এক জীবন!

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ৩, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ