ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

সাধারণ শিল্পী ও তারকার মধ্যে ১৪ পার্থক্য

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
সাধারণ শিল্পী ও তারকার মধ্যে ১৪ পার্থক্য নওয়াজুদ্দিন সিদ্দিকি

সাধারণ মানুষ থেকে নওয়াজুদ্দিন সিদ্দিকি এখন ভারতের বড় তারকা। নায়কোচিত চেহারা না থাকা সত্ত্বেও দুর্দান্ত অভিনয় গুণে তিনি এখন নির্মাতাদের অন্যতম ভরসা হয়ে উঠেছেন।

নায়কের সঙ্গে পাল্লা দেওয়ার মতো জনপ্রিয়তা এসে গেছে তার। সাধারণ জীবন দেখেছেন, এখন উপভোগ করছেন তারকার জীবন। দুই জীবনের মধ্যে পার্থক্য তার চোখে ধরা পড়েছে বেশি। সেগুলো তিনি তুলে ধরেছেন।

প্রথম ব্যাপার হলো- তারকা হওয়া মানেই ঘুম কমে যাওয়া। দৌড়ের ওপর থাকলে ঘুমানোর সময় কই! নিজের জীবনের আলোকে সাধারণ শিল্পী ও তারকার মধ্যে ১৪টি পার্থক্য খুঁজে বের করেছেন নওয়াজ। চলুন দেখে নিই সেগুলো।

১. সকালের নাস্তা
সাধারণ থাকাকালে ডিম সেদ্ধ অথবা ডিম ভাজার অর্ধেক আর কাঁচের কাপে চা খেতেন নওয়াজ। এখন সেদ্ধ ডিম, বাদামি পাউরুটি এবং ব্ল্যাক কফি কিংবা গ্রিন টি খেয়ে থাকেন তিনি।

২. সকালে তৈরি হওয়া
সাধারণ শিল্পীরা পাঁচ মিনিটেই প্রস্তুত হয়ে যান, তারকাদের লাগে ১ ঘণ্টা।

৩. যাতায়াতের মাধ্যম
সাধারণ জীবনে অটো, বাস, ট্রেন কিংবা পায়ে হেঁটে চলাফেরা করতেন নওয়াজ। তারকা হয়ে বিলাসবহুল সাভ ব্র্যান্ডের গাড়ি কিনেছেন তিনি।

৪. কাজে দেরিতে গেলে পরিচালকের মন্তব্য
সাধারণ থাকাকালেও যা শুনতেন, এখনও নওয়াজকে সেটাই শুনতে হয়। পরিচালক তাকে বলেন- আমি কখনও দেরি করি না।  

৫. কাজের বিরতিতে
সাধারণ শিল্পীদের সময় কাটে আরও একটি দৃশ্যে কাজ করার সুযোগ পাওয়ার কথা ভেবে। তারকারা কানে ইয়ারফোন গুজে গান শোনেন।

৬. সেটে যে নামে পরিচিত
সাধারণ শিল্পীদের ক্ষেত্রে- ‘তার নাম কী?’ তারকা হওয়ার পর সবাই তাকে ‘নওয়াজ ভাই’ বলে ডাকে।

৭. কেনাকাটার স্থান
সাধারণ শিল্পীরা পথে কিংবা ফুটপাতের দোকান থেকে জামাকাপড় কেনেন। তারকারা ডিজাইনারদের দিয়ে বানিয়ে আনেন।

৮. মোবাইল ফোন
সাধারণ শিল্পী থাকাকালে পেজার রাখতেন নওয়াজ। এখন আইফোন সিক্সে কথা বলেন তিনি।

৯. ক্লান্তি কাটাতে
সাধারণ শিল্পীরা ঘুমান। তারকারা ম্যাসাজ করান।

১০. ঘুমানোর ব্যাপ্তি
সাধারণ শিল্পী থাকাকালে দশ ঘণ্টা ঘুমাতেন নওয়াজ। এখন বড়জোর চার ঘণ্টা চোখের পাতা এক করতে পারেন তিনি।  

১১. তারকাদের সামনে গেলে...
সাধারণ শিল্পী থাকাকালে কেউই চিনতো না তাকে। আর এখন কে না নওয়াজকে চেনে!

১২. যেভাবে ছবি হাতে আসে
সাধারণ শিল্পী হয়ে অনেক ঘোরাঘুরি করতে হতো নওয়াজকে। একাধিক অডিশন দিতেন তখন। মাঠ পর্যায়ে অনেক কাজ করতে হতো। আর এখন? প্রস্তাব আর প্রস্তাব!

১৩. শরীরচর্চা
সাধারণ জীবনযাপনে নানান প্রতিকূল অবস্থায় দৌড়ের ওপর থাকতে হয় বলে শরীর এমনিতেই চাঙ্গা থাকে। তারকা হওয়ার পর সন্ধ্যায় যোগব্যায়াম করেন নওয়াজ।

১৩. ছুটি কাটানোর জায়গা
সাধারণ শিল্পীদের কোনো অবকাশযাপন নেই। আর তারকারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ান।

বাংলাদেশ সময় : ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ