চলে গেলেন ডেভিড বোয়ি। পৃথিবীব্যাপী তার সংগীতানুরাগীর সংখ্যা অগণিত।
* মন্ট্রিলের মাধ্যমে উত্তর আমেরিকায় ‘অ্যা রিয়েলিটি ট্যুর’ শুরুর সময়, ২০০৩ সালের ১৩ ডিসেম্বর।
* ২০১০ সালের ৭ জুন স্ত্রী আইম্যানকে নিয়ে কাউন্সিল অব ফ্যাশন ডিজাইনারস অব আমেরিকা (সিএফডিএ) অনুষ্ঠানে।
* ২০০০ সালের ২৫ জুন গ্লাস্টনবুরি ফেস্টিভ্যালে।
* প্রাগে ২০০৪ সালের ২৩ জুন ‘অ্যা রিয়্যালিটি ট্যুর’ শীর্ষক সংগীত সফরের কনসার্টে।
* ২০০৭ সালের ৫ জুন নিউইয়র্কে ১১তম ওয়েবি আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে।
* যুক্তরাজ্যে সংগীত সফরের প্রথম কনসার্টে ম্যানচেস্টারে, ২০০৩ সালের ১৭ নভেম্বর।
* অ্যাথেন্সের পানাথিনাইকস স্টেডিয়ামে রক কনসার্টে।
* হলিউড ওয়াক অফ ফেমে স্ত্রী আইম্যানকে সঙ্গে নিয়ে ভক্তদের সামনে হাজির। এ সময় তার ‘আর্থলিং’ অ্যালবামটি প্রকাশিত হয়।
* কানেক্টিকাটের হার্টফোর্ডের মিডোস মিউজিক থিয়েটারে নাইন ইঞ্চ নেইলস ব্যান্ডের সঙ্গে উত্তর আমেরিকায় ছয় সপ্তাহব্যাপী কনসার্ট ট্যুরে সংগীত পরিবেশনের সময় বোয়ি।
* জার্মান টেলিভিশন গেম শো অনুষ্ঠানে গান পরিবেশনের সময়।
* বিশ্ব এইডস দিবসে কনসার্ট অব হোপ শুরুর আগে ন্যাশনাল এইডস ট্রাস্টের উদ্যোক্তা প্রিন্সেস ডায়ানার সঙ্গে লন্ডনের ওয়েম্বলি এরেনার মঞ্চের পেছনে বোয়ি। তার ব্যাকগ্রাউন্ড গায়ক ছিলেন জর্জ মাইকেল ও সিম্পলি রেডের মিক হাকন্যাল।
* শিকাগোর ভিআইসি থিয়েটারে এমজিডি ব্লাইন্ড ডেট কনসার্টে ছবিটি তোলা।
* ২০০৩ সালের ১৭ নভেম্বর যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিজের প্রথম সংগীত সফরের সময় কনসার্ট শুরুর আগে ব্রিটিশ ব্যান্ড ব্লোন্ডির প্রধান ডেবোরাহ হ্যারির সঙ্গে ছবি তোলেন তিনি।
* লন্ডনের ব্রিক্সটনে জন্মের পর তার নাম রাখা হয় ডেভিড রবার্ট জোন্স। ডেভি জোন্স নামে ১৯৭৪ সালের জুনে ‘লিজা জেন/লুই লুই গো গোম’ ছিলো তার প্রথম গান।
* ১৯৭১ সালে প্রকাশিত বোয়ির ‘হাঙ্কি ডোরি’র ‘লাইফ অন মার্স?’ ও ‘ওহ, ইউ প্রিটি থিংস’ সত্তর দশকের প্রজন্মের কাছে রককে জনপ্রিয় করে তোলে।
* ১৯৬৩ সালে কনর্যাডস ব্যান্ডের সঙ্গে নিজের সংগীত জীবন শুরু করেন ডেভিড বোয়ি।
* ১৯৭০ সালে অ্যাঞ্জি বার্নেটকে বিয়ে করেন বোয়ি। তাদের পুত্রসন্তান জোয়ি। তিনি এখন চলচ্চিত্র পরিচালক ডানকান জোন্স নামে পরিচিত।
* ১৯৭৩ সালে সর্বশেষ জিগি স্টারডাস্ট হিসেবে শেষবার সংগীত পরিবেশন করেন বোয়ি। অনেকে ধরে নেন এর মাধ্যমে সংগীত ক্যারিয়ারের ইতি টানছেন।
* সংগীত জীবনে বারবার নিজের সাজগোজ ও সাউন্ড বদলেছেন বোয়ি। ১৯৭৪ সালে ‘ডায়মন্ড ডগস’ অ্যালবামেও রয়েছে এর প্রমাণ।
* সংগীত জীবনে অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছেন বোয়ি। তাদের মধ্যে ইজি পপের সঙ্গে ১৯৭৭ সালে এ ছবিটি তোলা।
* পপতারকা হলেও বেশ কয়েকটি ছবিতে অ্যাকশন চরিত্রে আর ১৯৮০ সালে ব্রডওয়েতে ‘দ্য এলিফ্যান্ট ম্যান’-এ অভিনয় করেছেন বোয়ি।
* সমালোচকদের কাছে প্রশংসিত ‘মেরি ক্রিসমাস, মিস্টার লরেন্স’ ছবিতে অভিনয় করেছেন ডেভিড বোয়ি।
* ১৯৮৫ সালে ব্যান্ড এইড প্রজেক্ট ও লাইভ এইড কনসার্টের অংশ হিসেবে মার্থা অ্যান্ড ভ্যান্ডেলাসের কালজয়ী গান ‘ড্যান্সিং ইন দ্য স্ট্রিট’ বোয়ি নতুনভাবে গেয়েছেন মিক জ্যাগারের সঙ্গে।
* বোয়ির সংগীত জীবনে তার অ্যালবামের ১৪ কোটি কপি বিক্রি হয়েছে। ১৯৯১ সালে প্যারিসে সংগীত পরিবেশন করেন তিনি।
* ২০০১ সালে বেন স্টিলার ও ওয়েন উইলসনের সঙ্গে ‘জুল্যান্ডার’ ছবিতে অভিনয় করেন ব্রিটিশ এই গায়ক।
* প্রায় এক দশক পর ২০১৩ সালে বোয়ি বের করেন ‘দ্য নেক্সট ডে’ অ্যালবামটি। ভক্তরা ধরে নিয়েছিলো তিরি হয়তো অবসরে গেছেন।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
বিএসকে/জেএইচ