নায়করাজের জন্মদিন বলে কথা। হাকডাক তো হবেই।
চার যুগের বেশি সময় ধরে চলচ্চিত্র দুনিয়ায় বিচরণ করছেন রাজ্জাক। দেশীয় চলচ্চিত্র শিল্প সমৃদ্ধির পেছনে তার অবদান অনস্বীকার্য। ক্যারিয়ারের স্বর্ণালি যুগে নাওয়া-খাওয়ার সময় পেতেন না তিনি। শুটিংয়ের ব্যস্ততার কারণে এফডিসিতে প্রায়ই তাকে রাত কাটাতে হতো। দীর্ঘদিন এক নম্বর নায়ক হয়ে থাকার সৌভাগ্য হয়েছিলো তার।
অভিনয়জীবনে বিচিত্র সব গল্প ও চরিত্রে রূপদান করেছেন রাজ্জাক। নায়িকা হিসেবে পেয়েছেন খ্যাতিমান সব অভিনেত্রীদের। তালিকাটা এমন- শাবানা, কবরী, শবনম, সুজাতা, সুচন্দা, ববিতা, রোজিনা প্রমুখ। ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলানিউজের নির্বাচনে সাত নায়িকার সঙ্গে রাজ্জাকের জনপ্রিয় ৭টি গান উপভোগ করুন।
* শাবানার সঙ্গে ‘অনুরাগ’ ছবির ‘শত্রু তুমি বন্ধু তুমি’:
* কবরীর সঙ্গে ‘দর্পচূর্ণ’ ছবির ‘তুমি যে আমার কবিতা’:
* শবনমের সঙ্গে ‘নাচের পুতুল’ ছবির ‘আয়নাতে ওই মুখ’:
* ববিতার সঙ্গে ‘অনন্ত প্রেম’ ছবির ‘ও চোখে চোখ পড়েছে’:
* সুজাতার সঙ্গে ‘এতটুকু আশা’ ছবির ‘অশ্রু দিয়ে লেখা’:
* রোজিনার সঙ্গে ‘অভিযান’ ছবির ‘হাত ধরে নিয়ে চলো’:
* সুচন্দার সঙ্গে ‘প্রতিশোধ’ ছবির ‘একটি ছোট্ট আশা’:
বুধবার (২০ জানুয়ারি) পড়ুন:
* রাজ্জাকের স্মরণীয় ১০ ছবি
* রাজ্জাককে নিয়ে আরও আয়োজন
বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
এসও/জেএইচ