ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

তারার ফুল

শ্রাবণ্যর সঙ্গে গল্পস্বল্প আড্ডা

তৃণা শর্মা, প্রদায়ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
শ্রাবণ্যর সঙ্গে গল্পস্বল্প আড্ডা শ্রাবণ্য তৌহিদা/ ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রাবণ্য তৌহিদা উপস্থাপনা করেন কেনো? ডাক্তারি করলেই তো পারেন! উপস্থাপনা করলে পর্দায় বেশি থাকা যায়, সেজন্য? না, ব্যাপারটা ঠিক তা নয়। শুনুন তার মুখে, ‘আমি আসলে দুটি পেশায় সমানতালে থাকতে চাই।

পড়াশোনার পাশাপাশি মিডিয়াতেও সময় দিতে চাই নিয়মিত। তাই উপস্থাপনা বেশি করি। সরাসরি সম্প্রচারিত হয় এমন অনুষ্ঠান উপস্থাপনা করতে ভালো লাগে প্রস্তুতিটা নিজের মতো নিতে ও উপস্থিত বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারি বলে। এখানে রিটেকের ঝামেলা নেই। তবে ডাক্তারিই আমার মূল পেশা। আর বিনোদন আঙিনা আমার নেশা। ’   

এ বছরের জুলাইয়ে শ্রাবণ্যর এফসিপিএস শেষ অংশের পরীক্ষা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে চললো, এবার পড়াশোনায় মনোযোগী ছাত্রী হয়ে যাবেন তিনি! প্রায় এক মাস ধরে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের এই মহাআসরে জিটিভিতে নিয়মিত ‘ক্রিকেট ম্যানিয়া’ ও ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানগুলোতে ঘুরেফিরে উপস্থাপকের দায়িত্বে দেখা গেছে তাকে। ফাইনালে থাকবেন ‘ক্রিকেট হাইলাইটস’-এ।

বাংলাদেশ-ভারত ম্যাচের রুদ্ধশ্বাস সময়েও জিটিভিতেই ছিলেন শ্রাবণ্য। অতিথি ছিলেন হাবিবুল বাশার সুমন। শেষ তিন বলের বিপর্যয়ে সব বাংলাদেশির মতো তারাও হতাশ হয়ে পড়েন। ‘তখন শুধু মনে হচ্ছিলো, কেনো এমন হচ্ছে? ১টা রানই তো দরকার। কেনো পারছে না? শেষ মুহূর্তে কেঁদেই ফেলেছিলাম। এর ১৫ মিনিট পর অন্য একটি অনুষ্ঠানে একই বিষয় নিয়ে কথা বলতে হবে ভেবে আরও খারাপ লাগছিলো। তখন মনের যে করুণ অবস্থা ছিলো তাতে সব কাজই মুশকিল মনে হয়েছে। ’

প্রায় দুই বছর ধরে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন শ্রাবণ্য। এতোদিন ছেলেদের খেলা দেখলেও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নারীদের খেলাও বেশ উপভোগ্য ছিলো তার কাছে। ছোটবেলায় দুষ্টুমি করে ক্রিকেট খেলতেন তিনি। ‘সেভেন স্টার’ নামে কুড়িগ্রামে তাদের সাত বান্ধবীর একটা দল ছিলো। তারা দুষ্টুমির ছলে ক্রিকেট খেলতেন। তাদের সবার সঙ্গে তার এখনও যোগাযোগ আছে। ‘আমার মতো সবাই যে যার পেশায় প্রতিষ্ঠিত। কেউ আমার মতো ডাক্তার, কেউ প্রকৌশলী। কেউবা অন্য পেশায় আছে। ’

বান্ধবীদের মধ্যে একমাত্র শ্রাবণ্যই অলরাউন্ডার! ডাক্তারির পাশাপাশি উপস্থাপনা করেন, অভিনয় আর নাচেও কম যান না! বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে তাকে। গত ভালোবাসা দিবসে রেদওয়ান রনির স্বল্পদৈর্ঘ্য নাটক ‘আংটি’তে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। গত ১ এপ্রিল থেকে টিভিতে প্রচারিত হচ্ছে বার্জার পেইন্টিংয়ের একটি বিজ্ঞাপনচিত্র। মোবাইল ফোন রবির বিলবোর্ডের কাজ করেছেন। পহেলা বৈশাখ উপলক্ষে স্মার্টেক্স আর রঙের মডেল হয়েছেন। প্রাণ-আরএফএল পণ্যের দুটি নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন শ্রাবণ্য। শিগগিরই এর প্রচার শুরু হবে।

বিজ্ঞাপনচিত্রের সংখ্যা হয়ে গেছে এক ডজন। অথচ তার কাছে বিজ্ঞাপন নাটকের চেয়েও কঠিন। কেনো? ‘কারণ কম সময়ে একটা গল্প তুলে ধরতে হয়। কিন্তু শুটিং একদিনই হয়। সময় কম লাগে বলে বিজ্ঞাপনে প্রায়ই কাজ করি। ’

শ্রাবণ্য জানালেন, আগামী রোজার ঈদে কমপক্ষে তিনটি নাটকে কাজ করবেন। ‘আসলে বিশেষ দিবস ছাড়া নাটক করতে চাই না। কারণ শুটিংয়ে অনেক সময় দিতে হয়। ভালো লাগলে বিজ্ঞাপনের মডেল হই। ’ সর্বশেষ গত বছর ঈদের নাটকে অভিনয় করেন তিনি।

নাচের ক্ষেত্রেও শ্রাবণ্যর একই কথা। বিশেষ দিবসের আয়োজনে নাচবেন। ছোটবেলায় নাচ শিখেছেন বলে এর প্রতি ভালো লাগা আছে। আগামী রোজার ঈদে একটি নাচের অনুষ্ঠানে তাকে পাওয়া যেতে পারে। নাচলে কি হবে, নাচ-গানে ভরপুর মসলাদার ছবি তার ভালো লাগে না। ‘আমার পরিবার চায় না এমন ছবি করি। ভালো গল্প আর নির্মাতার ছবিতে প্রস্তাব পেলে ভেবে দেখবো। ’

নতুন খবর হলো, আগামী ৯ এপ্রিল থেকে একুশে টেলিভিশনে ‘গল্পস্বল্প আড্ডা’ নামের নতুন একটি অনুষ্ঠান করতে যাচ্ছেন শ্রাবণ। এটাও সম্প্রচার করা হবে সরাসরি। শ্রাবণ্যর সঙ্গে দর্শকদের এই আড্ডা চলতে থাকুক!

* অভিনয়ে ক্রিকেট ম্যানিয়ার শ্রাবণ্য
* দেড় বছর ধরে ক্রিকেটের সঙ্গে শ্রাবণ্য
* খেলা মিস করলে আছেন শ্রাবণ্য!
* এক আসরের তিন অনুষ্ঠানে শ্রাবণ্য
* শ্রাবণ্যর হ্যাটট্রিক!
* শ্রাবণ্য এবার নাচিয়ে
* সুপারওম্যান শ্রাবণ্য!

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ