ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তারার ফুল

কিমের গ্ল্যামারে কিউবা কাবু!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, মে ৬, ২০১৬
কিমের গ্ল্যামারে কিউবা কাবু!

কিউবায় ভ্রমণের নিষেধাজ্ঞা উঠে গেছে। আর কি বসে থাকবেন কিম কারদাশিয়ান।

বৃহস্পতিবার স্বামী কানি ওয়েস্ট আর কন্য নর্থ কে নিয়ে তাই কিউবা ভ্রমণে গেলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই তারকা।

এই সেদিনই তার দ্বিতীয সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু কে বলবে সে কথা! এরই মধ্যে তিনি ফিরেছেন সকল গ্ল্যামারে। পোশাক পছন্দে কিম নিজের শারীরিক সৌন্দর্য তুলে ধরার ব্যাপারে বেশ সজাগ সে কথা কে না জানা। সুতরাং যেখানেই কিম সেখানেই চোখ পাকিয়ে তাকিয়ে থাকা মানুষের ভীড়। কিমের গ্ল্যামারে সবাই কাবু!

ছবিতে কিমকে হালকা হাসি ছড়িয়ে মেয়ে নর্থকে স্বামী কানির হাতে তুলে দিতে দেখা যাচ্ছে। হাভানায় তাদের হোটেলের সামনে এভাবেই ক্যামেরায় ধরা পড়ে পুরো পরিবারটি। নর্থ শিগগিরই তিন বছরে পা দিচ্ছে। আর এই দম্পত্তির একমাত্র ছেলে সেইন্ট ছয় মাসে পড়েছে।  

বাংলাদেশ সময় ০২৫৭ ঘণ্টা, মে ০৬, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ