ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

তারার ফুল

‘এক শাকিব আর অপু দিয়ে বেশিদিন ইন্ডাস্ট্রি চলবে না’

সোমেশ্বর অলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
‘এক শাকিব আর অপু দিয়ে বেশিদিন ইন্ডাস্ট্রি চলবে না’ অপু বিশ্বাস, ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হঠাৎ উধাও হয়ে যাওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস এখন ঢাকায়। বাংলানিউজের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১১ মিনিটে মেসেঞ্জারে কল দেওয়া হয় তাকে। অন্য প্রান্ত থেকে সাড়াও দিয়েছেন তিনি। এবার ১০ মিনিটেরও বেশি সময় কথা হয় তার সঙ্গে। পড়ুন অপু বিশ্বাসের সাক্ষৎকার—

বাংলানিউজ: আপনাকে নিয়ে বিভ্রান্তি কিন্তু থেকেই যাচ্ছে...
অপু:
সেটা কেমন?

বাংলানিউজ: আপনাকে সাংবাদিকরা পাচ্ছেন না। এ কারণে একেক রকম খবর বের হচ্ছে সংবাদমাধ্যমে।

 
অপু:
(হেসে)। সব সাংবাদিক আমাকে পাবেন কীভাবে? আমি যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি তাদের সঙ্গে কথা বলেছি। তারা তো আমার সঙ্গে যেমন কথা হয়েছে তেমনটাই লিখছেন, সেই খবরগুলোর লিংক ফেসবুকে শেয়ারও করছি। আর আমি নতুন সাংবাদিকদের তো চিনি না, কথা বলবো কীভাবে! তাছাড়া এখনও সেই পরিস্থিতি আসেনি। এখন এই ব্যাপারটি নিয়ে কারও সন্দেহ থাকলে থাক, এতে আমার কিছু আসে যায় না…

বাংলানিউজ: আপনার ফেসবুক আইডি নিয়েও বিভ্রান্তি আছে। কারণ ফেসবুকে উল্লেখ করেছেন আপনি একটি দৈনিক পত্রিকায় কর্মরত!   
অপু:
কী বলেন! এটা অবশ্য আমার জানা ছিলো না। কারণ আইডিটি আমার কাছের কয়েকজনই খুলে দিয়েছেন। তবে আমি যে ব্যবহার করছি এটা নিয়ে তো আপনার অন্তত সন্দেহ থাকতে পারে না! 

অপু বিশ্বাস, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবাংলানিউজ: আপনি ঠিক কতোদিন পর সশরীরে সবার সামনে আসবেন?
অপু:
আপনাকে আগেই বলেছি এজন্য কিছুদিন সময় চাই।  

বাংলানিউজ: সেটা কতোদিন? এক মাস? দুই মাস?
অপু:
এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে অচিরেই আসবো।  
 
বাংলানিউজ: এর আগেও আপনি উধাও হয়ে গিয়েছিলেন। ফিরে এসে ভালো কাজও উপহার দিয়েছিলেন। এবারও কী প্রত্যাশা করছেন দর্শক আবার আপনাকে সাদরে গ্রহণ করবে?
অপু:
আমার বিশ্বাস ভক্ত-দর্শকদের কাছে আগের মতো ভালোবাসা পাবো। আমি নিজের কাজের মানোন্নয়ন করার জন্য সাময়িক বিরতি নিয়েছি, এর বেশিকিছু নয়, এটা নিশ্চয়ই অপরাধ নয়! 

বাংলানিউজ: কিন্তু আপনাকে ঘিরে এতো এতো গুঞ্জন কেনো? বলাবলি হচ্ছে, বিয়ে করেছেন, সন্তানের মা হয়েছেন। এ কারণেই আড়ালে যাওয়া?
অপু:
গুঞ্জন এমনিতেই হতো। আড়ালে ছিলাম, তাই একটু বেশি হয়েছে। আমি এগুলো নিয়ে চিন্তিত নই। অাবার কাজ করতে চাই, এটুকুই জানি।  
 
বাংলানিউজ: আবার নিশ্চয়ই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নতুন কাজ করবেন?
অপু:
সেটা সময়ই বলে দেবে। তবে এটাও ঠিক, এক শাকিব আর এক অপু দিয়ে বেশিদিন ইন্ডাস্ট্রি চলবে না।  

বাংলানিউজ: শাকিব খানের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে?
অপু:
এই প্রশ্নের উত্তরটা পরে দেই? এখনই সব বলতে চাই না।

বাংলানিউজ: অনেকে বলছেন শাকিব খানের সঙ্গে অভিমান করে আপনি আড়ালে চলে গিয়েছিলেন?
অপু:
এটা পুরোপুরি মনগড়া কথা। শাকিব যখন অন্য নায়িকা বা কলকাতার ছবিতে কাজ শুরু করলো তখন তার প্রশংসা করেছি। তবে ওই সময়টাতে আমার মনে হয়েছিলো যে, আমার একটু বিরতি নেওয়া দরকার, ব্যস।  
 
বাংলানিউজ: আপনি শুটিং শুরু করার জন্য কতোটা প্রস্তুত?
অপু:
মোটামুটি প্রস্তুত। এক মাস আগে ঢাকায় এসেছি। এখন জিম করছি। শুয়ে-বসে সময় কাটালে যা হয় আর কী!  

বাংলানিউজ: আটকে যাওয়া ছবিগুলোর পরিচালকদের সঙ্গে যোগাযোগ করেছেন?
অপু:
না। এখনও সময় হয়নি। সত্যি বলতে ঢাকায় ফিরে নতুন কোনো মোবাইল নম্বরও তুলিনি। আপাতত ফোন ব্যবহার করতে চাই না। কারণ নিজেকে আরেকটু সময় দিতে চাই। ফেসবুকে, মেসেঞ্জারে কিছু কিছু কল রিসিভ করছি, এর বাইরে নয়। সময় হলেই পরিচালকরাও সহজে আমাকে পেয়ে যাবেন। এজন্য সবার কাছে সহযোগিতা চাই।

অপু বিশ্বাস, ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবাংলানিউজ: ভিডিও কল দিলে রিসিভ করবেন?
অপু:
দুঃখিত, কিছু মনে করবেন না। আর কয়েকটা দিন অপেক্ষা করুন। নতুনভাবে সবার সামনে আসতে চাই। সবাইকে ছবি তোলার সময় দেবো। চলচ্চিত্র এবং চলচ্চিত্রের মানুষদের নিয়েই আসলে আমার সংসার।

আরও পড়ুন>>>
* ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চাই: অপু বিশ্বাস

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ