ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

তারার ফুল

বলিউড তারকাদের সঙ্গে রানীর খুনসুঁটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বলিউড তারকাদের সঙ্গে রানীর খুনসুঁটি বলিউড তারকাদের সঙ্গে রানী

মা হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে হাজির হয়েছেন রানী মুখার্জি। গত সোমবার (২৭ মার্চ) এইচটি মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে।

অনুষ্ঠানে বেশ আনন্দ করতে দেখা গেছে ‘কুছ কুছ হোতা হ্যায়’খ্যাত এই তারকাকে। এখানেই শেষ নয়, আনুশকা শর্মার মেক-আপ ঠিক করা থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন ও বরুণ ধাওয়ানের সঙ্গে খুনসুঁটিতে মেতে ছিলেন তিনি।



বলিউডের এই অভিনেত্রীর পাশাপাশি অনুষ্ঠানে আরও ছিলেন, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, কাজল-অজয় দম্পতি, এশা গুপ্তা, শহিদ কাপুর-মীরা রাজপুত, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, করণ জোহর, রণধীর কাপুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ