ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

তারার ফুল

বাঙালি সাজে বিয়ে হলো পাওলির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৭
বাঙালি সাজে বিয়ে হলো পাওলির বিয়ের আগে পাওলি দাম (ছবি: সংগৃহীত)

বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের বাংলা ও হিন্দি সিনেমার আলোচিত নায়িকা পাওলি দাম।

সোমবার (০৪ ডিসেম্বর) কলকাতার তাজ বেঙ্গলে পাওলির বিয়ের অনুষ্ঠান হয়। পাত্র গুয়াহাটির অর্জুন দেব।

পেশায় ব্যবসায়ী। ইতালির কনসাল জেনারেলের এক পার্টিতে পাওলি-অর্জুনের পরিচয়। এরপর প্রণয়, বিয়ে। বিয়ের ক্ষণে বরের সঙ্গে পাওলি দাম (ছবি: সংগৃহীত)

বিয়ের অনুষ্ঠানে পাওলি একেবারে বাঙালি বধূর সাজে নিজেকে সজ্জিত করেন। সিঁদুরদান-সাতপাক সবই ছিল আয়োজনে। অতিথিদের আপ্যায়নে ছিল বিশাল আয়োজন। বিয়ের আগে পাওলি দাম (ছবি: সংগৃহীত)

লাল বেনারসি গায়ে জড়িয়ে মায়ের ট্র্যাডিশনাল সোনার গয়না পরে বিয়ের মণ্ডপে হাজির হন ‘ছত্রাক’ খ্যাত এই নায়িকা। ১০ ডিসেম্বর (রোববার) পাওলি-অর্জুনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ