ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

আজারেঙ্কার হাতে মিয়ামির শিরোপা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
আজারেঙ্কার হাতে মিয়ামির শিরোপা ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্দান্ত জয়ে মিয়ামি ওপেন নারী এককের শিরোপা ঘরে তুললেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। ফাইনালে সেভেতলানা কুজনেতসোভাকে সরাসির সেটে হারান বেলারুশের এই তারকা।

 

কিম ক্লিজসটার ও স্টেফি গ্রাফের পর দ্বিতীয় নারী হিসেবে একই মৌসুমে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন জিতলেন আজারেঙ্কা।

 

ফাইনালে কুজনেতসোভাকে ৬-৩ ও ৬-২ সেটে উড়িয়ে দেন আজারেঙ্কা। আর সাবেক নাম্বার ওয়ান এই গেমটি জিততে সময় নেন ৭৭ মিনিট। এছাড়া এ জয়ের পর নারী এককে পঞ্চম বাছাইয়ে উন্নিত হলেন তিনি।

এ জয়ের ফলে চলতি বছরে ২১ ম্যাচে উদযাপন করলেন আজারেঙ্কা। সেই সঙ্গে তিনটি শিরোপার স্বাদ পেলেন তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ০৩ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ