ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

মন্টে কার্লোর সেমিতে মারে-নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
মন্টে কার্লোর সেমিতে মারে-নাদাল সংগৃহীত

ঢাকা: কোয়ার্টার ফাইনালে ভিন্ন ভিন্ন ম্যাচে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারে। স্তান ওয়ারিঙ্কাকে হারান স্প্যানিশ তারকা নাদাল।

আর মিলোস রাওনিক হারেন বৃটিশ তারকা মারের কাছে।

মন্টে কার্লো ওপেন টেনিসে টানা আটবারের চ্যাম্পিয়ন নাদাল শেষ আটে দুর্দান্ত দাপট দেখিয়ে ওয়ারিঙ্কাকে হারান। ৬-১ ও ৬-৪ সেটে জয় পান সাবেক নাম্বার ওয়ান তারকা।

অন্যদিকে রাওনিককেও দাঁড়াতে দেননি মারে। ৬-২ ও ৬-০ সেটে ম্যাচটি জিতে নেন তিনি। কিন্তু ক্লে কোর্ট বলে কথা। যেখানে এই কোর্টের রাজা বলা হয় নাদালকে। তাই শেষ চারের ম্যাচে মারের জন্য ম্যাচটি হয়ত একটু কঠিনই হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ