ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

শেষ আটে মারে, ফেদেরারের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
শেষ আটে মারে, ফেদেরারের বিদায় ছবি:সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান ওপেনে শুরুটা ভালো করেছেন অ্যান্ডি মারে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি হারান জার্মেই চার্ডিকে।

তবে একই আসরে বিদায় নিয়েছেন রজার ফেদেরার।

বৃহস্পতিবার পুরষ টেনিস এককের ম্যাচে ফ্রেঞ্চ তারকা চার্ডিকে ৬-০ ও ৬-৪ সেটে হারান মারে। ফলে এ ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত হলো বৃটিশ নাম্বার ওয়ান এ তারকার।

এদিকে বিদায় নিতে হলো সাবেক নাম্বার ওয়ান ফেদেরারকে। সুইজারল্যান্ডের এ তারকা ডোমিনিক থিয়েমের কাছে ৭-৬ ও ৬-৪ সেটে হারেন।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, ১৩ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ