ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

জয়ে শুরু সেরেনার, অঘটনের শিকার কেরবার-আজারেঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, মে ২৫, ২০১৬
জয়ে শুরু সেরেনার, অঘটনের শিকার কেরবার-আজারেঙ্কা সেরেনা উইলিয়ামস, অ্যাঞ্জেলিক কেরবার ও ভিক্টোরিয়া আজারেঙ্কা/ছবি: সংগৃহীত

ঢাকা: দাপুটে জয় দিয়েই ফ্রেঞ্চ ওপেন মিশন শুরু করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। অন্যদিকে, প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ী অ্যাঞ্জেলিক কেরবার ও সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কা।

মাত্র ৪২ মিনিটেই প্রথম রাউন্ডের বাধা পার করেন বিশ্বসেরা সেরেনা। স্লোভাকিয়ান মাগডালেনা রাইবারিকোভাকে ৬-২, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন মার্কিন টেনিস তারকা। অবশ্য, ইনজুরি আক্রান্ত মাগডালেনার ফিটনেস সমস্যাই সেরেনাকে বাড়তি সুবিধা এনে দেয়!

অপর ম্যাচে ইতালির কারিন ন্যাপের কাছে অঘটনের শিকার হন ‍বেলারুশ কন্যা আজারেঙ্কা। ৬-৩ গেমে প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটটি টাইব্রেকারে ৭-৬ (৮-৬) জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু, হাঁটুর ইনজুরিই আজারেঙ্কার জন্য কাল হয়ে দাঁড়ায়! তৃতীয় সেটে ৪-০ গেমে পিছিয়ে থাকা অবস্থায় তাকে বাধ্য হয়েই কোর্ট ছাড়তে হয়।

নেদারল্যান্ডসের কিকি বার্টেনসের কাছে ২-৬ গেমে হারের পর দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে সমতায় ফেরেন অস্ট্রেলিয়ান ওপেন জয়ী অ্যাঞ্জেলিক কেরবার। কিন্তু তৃতীয় সেটে ৩-৬ গেমে হেরে টুর্নামেন্টের শুরুতেই বিদায় নেন জার্মান টেনিস সেনসেশন।

সেরেনার বড় বোন ভেনাস উইলিয়ামসের জয় পেতে ঘাম ঝরাতে হয়। এস্তোনিয়ান আনেত কোন্তাভেইতের বিপক্ষে দুই সেটেই টাইব্রেকারে ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৪) জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলিয়ান তেলিয়ানা পেরেইরার বিপক্ষে সেরেনা ও স্বদেশী তরুণী লুসিয়া চিরিকোর মুখোমুখি হবেন ভেনাস উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এমআরএম

** 
দ্বিতীয় রাউন্ডে মারে-নাদাল-জোকোভিচ
** অঘটন থেকে বাঁচলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা
** ১৭ বছরে প্রথম গ্র্যান্ড স্লাম মিস করছেন ফেদেরার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ