ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

কোর্টে ফিরেই জয়ে শুরু ফেদেরারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ৯, ২০১৬
কোর্টে ফিরেই জয়ে শুরু ফেদেরারের ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি কাটিয়ে কোর্টে ফেরা রজার ফেদেরারকে বরণ করে নেয় বৃষ্টি! বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডনের প্রস্তুতিতে জার্মানির মার্সেডিস কাপে অংশ নেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। কিন্তু, স্টুটগার্টে প্রকৃতির এমন আচরণে হতাশই হন সুইস তারকা।

সে যাই হোক, মার্কিন তরুণ টেইলর ফ্রিটজকে ৬-৪, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ফেদেরার। এর আগে বৃষ্টির কারণে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ২২ মিনিট যেতেই প্রথম দিনের খেলা স্থগিত করা হয়েছিল। বিরতির আগে আঠার বছর বয়সী ফ্রিটজের বিপক্ষে প্রথম সেটে ৪-৩ গেমে এগিয়ে ছিলেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

সেমি নিশ্চিতের ম্যাচে জার্মানির ফ্লোরিয়ান মেয়ারের মুখোমুখি হবেন ফেদেরার। যিনি স্বদেশী মাইকেল বেরারকে ৬-৩, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে পা রাখেন।

পিঠের ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেন মিস করেন ফেদেরার। তবে উইম্বলডনে নিজের সেরাটা দিতে মরিয়া এই ইভেন্টে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন। সে লক্ষ্যে মার্সেডিস কাপ টুর্নামেন্টে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন ৩৪ বছর বয়সী এ টেনিস আইকন। লন্ডনে আগামী ২৭ জুন ১৩০তম উইম্বলডনের পর্দা উঠবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ০৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ