ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

জয়ে শুরু ফেদেরার-জোকোভিচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
জয়ে শুরু ফেদেরার-জোকোভিচের ছবি: সংগৃহীত

ঢাকা: বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট উইম্বলডন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ। দু’জনই সরাসরি সেটের প্রত্যাশিত জয় পান।

তবে সম্প্রতি ইনজুরি কাটিয়ে কোর্টে ফেরা ফেদেরার কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়েছিলেন। প্রথম দু’টি সেটই যে টাইব্রেকারে নিষ্পত্তি হয়।

আর্জেন্টাইন গুইদো পেল্লাকে ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৩) ও ৬-৩ গেমে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন ফেদেরার। তৃতীয় রাউন্ডের লক্ষ্যে ব্রিটিশ মার্কাস উইলিসের বিপক্ষে কোর্টে নামবেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। ম্যাচ শেষে অবশ্য নিজের ফিটনেস নিয়েই উদ্বেগ প্রকাশ করেন সুইস কিংবদন্তি। এতে খানিকটা আশাবাদী হতেই পারেন উইলিস!

ব্রিটিশ জেমস ওয়ার্ডকে প্রথম সেটে ৬-০ গেমে উড়িয়ে দেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জোকোভিচ। কিন্তু পরের সেটেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে রীতিমতো চমক উপহার দেন জেমস। ৭-৬ (৭-৩) গেমের ঘাম ঝড়ানো জয়ে স্বস্তির নিঃশ্বাসই ফেলেন সার্বিয়ান টেনিস আইকন। তৃতীয় সেটেও প্রতিদ্বন্দ্বিতা হয়। ৬-৪ গেমের জয়ে দ্বিতীয় রাউন্ডে পা রাখেন জোকোভিচ। যেখানে তার প্রতিপক্ষ ফ্রান্সের আদ্রিয়ান মানারিনো।

দুর্দান্ত ফর্মে থাকা জোকোভিচের সামনে এবার সুপার স্লাম (বছরের সবকটি গ্র্যান্ডস্লাম জয়) ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি! অস্ট্রেলিয়ান ওপেন ও ক্যারিয়ারের অধরা ফ্রেঞ্চ ওপেন জেতার পর উইম্বলডন জয়ের দৌড়ে তিনিই অন্যতম ‘ফেভারিট’। এরপর থাকছে ইউএস ওপেন।

এদিকে, নারী এককের ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছেন সাবেক বিশ্বসেরা ভেনাস উইলিয়ামস। ক্রোয়েশিয়ান তরুণী ডোনা ভেটিককে সরাসরি সেট ৭-৬ (৭-৩), ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন মার্কিন টেনিস তারকা। পরের রাউন্ডে গ্রিসের ২০ বছর বয়সী মারিয়া সাক‍ারির মুখোমুখি হবেন ভেনাস।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ