ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

শ্বাসরুদ্ধকর জয়ে সেমিতে মারে-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৬
শ্বাসরুদ্ধকর জয়ে সেমিতে মারে-ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রোয়েশিয়ান ম্যারিন সিলিকের বিপক্ষে খাদের কিনারা থেকেই ফিরে আসেন। প্রথম দুই সেটে হেরে তো প্রায় হারের লজ্জার মুখেই পড়েছিলেন।

এর পরেই যেন টনক নড়ে রজার ফেদেরারের। পিছিয়ে থেকেও টানা তিন সেট জিতে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সুইস কিংবদন্তি। ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারেও পাঁচ সেটের ঘাম ঝরানো জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

সেন্টার কোর্টে কষ্টার্জিত জয় ফেদেরারকে রেকর্ড ৩০৭টি গ্র্যান্ড স্লাম ম্যাচ জেতার আসনে বসিয়েছে। ম্যাচের ফলাফলটা ছিল এরকম ৬-৭ (৪-৭), ৪-৬, ৬-৩, ৭-৬ (১১-৯), ৬-৩। ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ড স্লাম শিরোপা থেকে আর মাত্র একটি জয় দূরে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। কোনো অঘটনের শিকার না হলে মারে-ফেদেরার ফাইনাল উপভোগ করতে পারে টেনিস বিশ্ব।

অপর কোয়ার্টার ফাইনালে ৭-৬ (১২-১০), ৬-১ গেমে প্রথম দুই সেট জিতলেও ফ্রান্সের জো উইলফ্রেড বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন অ্যান্ডি মারে। পরের দুই সেট হেরে যান ৬-৩, ৬-৪ গেমে। পঞ্চম সেটে ৬-১ গেমের দাপুটে জয়ে স্বাগতিক দর্শকদের স্বস্তি এনে দেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডিয়ান মিলোস রাওনিকের বিপক্ষে কোর্টে নামবেন ফেদেরার। আর মারেকে চ্যালেঞ্জ জানাবেন চেক তারকা টমাস বার্ডিচ।

‍বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ