ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ফেদেরারের পর ওয়ারিঙ্কার অলিম্পিক শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
ফেদেরারের পর ওয়ারিঙ্কার অলিম্পিক শেষ ছবি: সংগৃহীত

ঢাকা: স্বদেশী কিংবদন্তি রজার ফেদেরারের পাশে যোগ দিলেন স্ট্যান ওয়ারিঙ্কা। পিঠের ইনজুরির কারণে সবশেষ হাই-প্রোফাইল খেলোয়াড় হিসেবে ব্রাজিলের রিও অলিম্পিক (৪ আগস্ট শুরু) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩১ বছর বয়সী এ সুইস তারকা।

এর আগে হাঁটুর সার্জারি থেকে পুরোপুরি সেরে উঠার লক্ষ্যে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার। এবার ২০১৪ অস্ট্রেলিয়ান ওপেন ও গত বছরের ফ্রেঞ্চ ওপেন জয়ী ওয়ারিঙ্কারও অলিম্পিক শেষ। যিনি বর্তমানে ওয়ার্ল্ড টেনিস র‌্যাংকিংয়ের চার নম্বরে অবস্থান করছেন।

শুধু তাই নয়, টমাস বার্ডিচ, ডমিনিক থিয়েম ও মিলোস রাওনিকও নাম প্রত্যাহার করেছেন। র‌্যাংকিংয়ের শীর্ষ দশজনের মধ্যে পাঁচজনকেই মিস করবে ২০১৬ অলিম্পিক।

এদিকে, কবজির ইনজুরিতে ফিটনসে সমস্যায় ভোগা রাফায়েল নাদালকে নিয়েও প্রশ্ন জাগছে। এখন পর্যন্ত অবশ্য কোনো সিদ্ধান্ত জানাননি স্প্যানিশ আইকন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ