ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

অলিম্পিক বিদায়ে কেঁদে ফেললেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
অলিম্পিক বিদায়ে কেঁদে ফেললেন জোকোভিচ নোভাক জোকোভিচ-ছবি:সংগৃহীত

ঢাকা: ‍রিও অলিম্পিকের শুরুতেই অঘটনের শিকার টেনিস বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। আসরের প্রথম রাউন্ডেই ১৪৪ নম্বর বাছাই হুয়ান মার্টিন দেল পোর্তোর বিপক্ষে হেরে যান সার্বিয়ান এ তারকা।

আর অপ্রত্যাশিত এমন হারে নিজের আবেগ ধরে না রাখতে পারা জোকোভিচ কান্নায় ভেঙে পড়েন।

নিজের ক্যারিয়ারের প্রত্যেকটি গ্র্যান্ডস্ল্যাম জেতা জোকোভিচের কাছে অলিম্পিকের স্বর্ণটিই অধরা। তাই এবারের আসরে বেশ আশা করেই এসেছিলেন তিনি। কিন্তু দীর্ঘদিন পরে টেনিসে ফেরা দেল পোর্তোর বিপক্ষে হেরে বিদায় নিতে হলো তার। ম্যাচে ৭-৬ ও ৭-৬ গেমে পরাজিত হন জোকোভিচ।

এর আগে ২০১২ লন্ডন অলিম্পিকেও এই দেল পোর্তোর বিপক্ষে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল জোকোভিচকে। আর্জেন্টাইন তারকা দেল পোর্তোর বর্তমান ৠাংকিং খারাপ হলেও এক সময় তিনি চার নম্বরে ছিলেন। জিতেছেন ২০০৯ সালের ইউএস ওপেন শিরোপা।

এদিকে এ ম্যাচ হেরে জোকোভিচ বলেন, ‘কোনো সন্দেহ নেই এটি আমার ক্যারিয়ারের সবেচেয়ে খারাপ হার। এটি মেনে নেওয়া খুবই কঠিন। ’

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ