ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

অলিম্পিকের কোয়ার্টারের পথে সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
অলিম্পিকের কোয়ার্টারের পথে সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: লন্ডন অলিম্পিকের পর রিওতেও শিরোপা জেতার দৌড়ে ছুটছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান সেরেনা উইলিয়ামস। বড় বোন ভেনাস উইলিয়ামস প্রথম রাউন্ডে ছিটকে গেলেও কোর্টে নিজের অাধিপত্য অব্যাহত রাখছেন ২৩ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

ফ্রেঞ্চ তরুণী অ্যালাইজ কোর্নেটের বিপক্ষে প্রথম সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতাই হয়। ৭-৬ (৭-৫) গেমের কষ্টার্জিত জয়ে লিড নেন সেরেনা। দ্বিতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে আর সুযোগ দেননি। ৬-২ গেমের ব্যবধানে নিশ্চিত করেন তৃতীয় রাউন্ড।

রিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে ইউক্রেনের ইলিনা ভিতোলিনার বিপক্ষে কোর্টে নামবেন সেরেনা। যিনি ব্রিটিশ হেদার ওয়াটসনকে ৬-৩, ১-৬, ৬-৩ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।

শেষ আটে পা রাখতে পারলে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা বা রাশিয়ান ইকাতেরিনা মাকারোভার মুখোমুখি হবেন সেরেনা। সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকিকে সরাসরি সেট ৬-২, ৬-৪ গেমে হারান চেক তারকা কেভিতোভা। অার স্লোভাকিয়ান আনা ক্যারোলিনাকে ৩-৬, ৬-৪, ৬-২ গেমে পরাজিত করেন মাকারোভা।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ