ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

টেনিস

দুর্দান্ত গতিতে ছুটছেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
দুর্দান্ত গতিতে ছুটছেন মারে ছবি: সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেনের শিরোপা পুনরুদ্ধারের মিশনে আরো এক ধাপ পার হলেন রিও অলিম্পিক জয়ী অ্যান্ডি মারে। নোভাক জোকোভিচ, রাফায়েল নাদালের পর তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

দ্বিতীয় রাউন্ডেও সরাসরি সেটের জয় পেয়েছেন মারে। স্প্যানিশ মার্সেল গ্রানোলার্সকে ৬-৪, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন তিনবারের ব্যালন ডি’অর জয়ী। এই ইভেন্টে তার একমাত্র সাফল্য আসে ২০১২ আসরে।

অস্ট্রেলিয়ান ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে স্বপ্নভঙ্গের হতাশা কাটিয়ে গত জুলাইয়ে উইম্বলডনের ট্রফি উঁচিয়ে ধরেন মারে। এবার বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে দুর্দান্ত গতিতে ‍ছুটছেন ২৯ বছর বয়সী এ টেনিস তারকা।  

চতুর্থ রাউন্ড নিশ্চিতের ম্যাচে দ্বিতীয় বিশ্বসেরা মারের প্রতিপক্ষ ইতালিয়ান পাওলো লরেঞ্জি। যিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর ফ্রান্সের গিলেস সিমোনকে ৩-৬, ৬-২, ৬-২, ৬-৭ (১-৭), ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।

অন্যান্য ম্যাচের মধ্যে আলেসান্দ্রো গিয়ানেসিকে স্ট্যান ওয়ারিঙ্কা, কারেন কাচানোভকে জাপানিজ কেই নিশিকোরি ও যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনের বিপক্ষে সরাসরি সেটের জয়ে তৃতীয় রাউন্ডে পা রাখেন রিও অলিম্পিকের ফাইনালিস্ট আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পেত্রো।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ