ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নিশিকোরিকে হারিয়ে ফাইনালে ওয়ারিঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৬
নিশিকোরিকে হারিয়ে ফাইনালে ওয়ারিঙ্কা স্তান ওয়ারিঙ্কা-ছবি:সংগৃহীত

ঢাকা: কেই নিশিকোরিকে হারিয়ে ইউএস ওপেনের ফাইনালে জায়াগা করে নিলেন স্তান ওয়ারিঙ্কা। ফাইনালে তিনি লড়বেন পুরুষ এককের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচের বিপক্ষে।

শেষ চারের লড়াইয়ে চার সেটে সম্পন্ন করেন সুইস তারকা ওয়ারিঙ্কা।

সেমিফাইনালে আর্থার অ্যাশ স্টেডিয়ামের ফ্ল্যাশিং মিডোতে মুখোমুখি হন জাপানের নিশিকোরি ও ওয়ারিঙ্কা। নিশিকোরি এর আগে কোয়ার্টার ফাইনালে ফেভারিট অ্যান্ডি মারেকে হারিয়েছিলেন। আর এদিন প্রথম সেটে ৪-৬ গেমে জয়ও তুলে নেন তিনি।

তবে পরের তিন সেট টানা জিতে ফাইনাল নিশ্চিত করেন ওয়ারিঙ্কা। খেলাটি সম্পন্ন হয় ৪-৬, ৭-৫, ৬-৪ ও ৬-২ গেমে। আজ রাতে (১১ সেপ্টেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে সার্বিয়ান তারকা জোকোভিচের মুখোমুখি হবেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ