ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

ইউএস ওপেন চ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন জার্মান তরুণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
ইউএস ওপেন চ্যাম্পিয়নকে হারিয়ে দিলেন জার্মান তরুণ ছবি: সংগৃহীত

ঢাকা: ফাইনালে এসে অঘটনের শিকার হলেন ওয়ার্ল্ড নাম্বার থ্রি স্ট্যান ওয়ারিঙ্কা। জার্মান তরুণ আলেক্সান্ডার জারেভের কাছে হেরে সেন্ট পিটার্সবার্গ ওপেনের শিরোপা হাতছাড়া করেছেন সুইস তারকা।

চলতি মাসেই ইউএস ওপেন জয়ের পর এটি ছিল ৩১ বছর বয়সী ওয়ারিঙ্কার প্রথম টুর্নামেন্ট। শিরোপা নির্ধারণীতে পরিষ্কার ফেভারিট হিসেবেই কোর্টে নেমেছিলেন। তার সামনে ছিল ক্যালেন্ডার বছরে পঞ্চম টাইটেল জেতার হাতছানি।

কিন্তু, ওয়ারিঙ্কাকে একরাশ লজ্জাই উপহার দিয়েছেন র‌্যাংকিংয়ের ২৭ নম্বরে থাকা ১৯ বছর বয়সী আলেক্সান্ডার। জিতে নেন ক্যারিয়ারের প্রথম এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) ট্যুর ট্রফি। দুর্দান্ত জয়ে র‌্যাংকিংয়েও তিন ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন উদীয়মান এ টেনিস খেলোয়াড়।

২১তম আসরের ফাইনাল ম্যাচটিতে প্রথম সেটেই ওয়ারিঙ্কার কপালে চিন্তার ভাঁজ ফেলে দেন আলেক্সান্ডার। ৬-২ গেমের দাপুটে জয়ে লিড নেন তিনি। দ্বিতীয় সেটেই অবশ্য ৬-৩ গেমের জয়ে ঘুরে দাঁড়ান তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী। তবে তৃতীয় সেটে আর পেরে উঠেননি। সমর্থকদের হতাশই করেন রজার ফেদেরারের ‘কান্ট্রিম্যান’। ৭-৫ গেমে হেরে কোর্ট ছাড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ