ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

নাদাল-মারের জয়ে শুরু, অঘটনের শিকার উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
নাদাল-মারের জয়ে শুরু, অঘটনের শিকার উইলিয়ামস অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল ও ভেনাস উইলিয়ামস/ছবি: সংগৃহীত

ঢাকা: প্রত্যাশিত জয়ে চায়না ওপেন শুরু করেছেন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। অন্যদিকে, নারী এককে অঘটনের শিকার হয়েছেন ভেনাস উইলিয়ামস।

স্বাগতিক দেশের পেং শুয়াইয়ের কাছে ৫-৭, ১-৬ গেমে হেরে প্রথম রাউন্ডেই বাদ পড়ার লজ্জায় ডোবেন মার্কিন টেনিস তারকা।

ইতালিয়ান আন্দ্রেয়াস সেপ্পিকে প্রথম সেটে ৬-২ হারালেও দ্বিতীয়টিতে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ব্রিটিশ নাম্বার ওয়ান মারে। ৭-৫ গেমের কষ্টার্জিত জয়ে নিশ্চিত করেন দ্বিতীয় রাউন্ড।

অপর ম্যাচে স্প্যানিশ আইকন নাদালের সামনে দাঁড়াতেই পারেননি সেপ্পির স্বদেশী পাওলো লরেঞ্জি। দুই সেটেই সমান ৬-১, ৬-১ গেমের দাপুটে জয় নিয়ে কোর্ট ছাড়েন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে রাশিয়ান আন্দ্রে কুজনেৎসভের মুখোমুখি হবেন মারে। সাবেক বিশ্বসেরা নাদালের বিপক্ষে লড়বেন ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনো।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ