ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

শীর্ষ চারের বাইরে নাদাল-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
শীর্ষ চারের বাইরে নাদাল-ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: টেনিসের সাবেক দুই বিশ্বসেরা রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের দিন কী তবে ফুরিয়ে এলো! গত ১৩ বছরে এ প্রথম ওয়ার্ল্ড র‌্যাংকিংয়ের শীর্ষ চারের বাইরে চলে গেলেন দু’জন। ভাবা যায়!

সবশেষ এটিপি (অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস) র‌্যাংকিংয়ে ত্রিশ বছর বয়সী নাদাল পঞ্চম স্থানে অবস্থান করছেন।

দুই ধাপ পেছনে ৩৫ বছর বয়সী ফেদেরার। বলা বাহুল্য, এখন পর্যন্ত দু’জন মিলে জিতেছেন ৩১টি গ্র্যান্ড স্লাম ট্রফি।

শীর্ষস্থানটা এখনো সার্বিয়ান সেনসেশন নোভাক জোকোভিচের দখলেই। এর পরেই আছেন যথাক্রমে ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যান্ডি মারে, ফেদেরারের স্বদেশী স্ট্যান ওয়ারিঙ্কা ও চতুর্থ স্থানে জাপানিজ কেই নিশিকোরি।

২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেন ছিল নাদালের সবশেষ গ্র্যান্ড স্লাম জয়। চলতি বছর স্প্যানিশ তারকার হাতে ওঠে দু’টি শিরোপা (বার্সেলোনা ও মন্ট্রে কার্লো ওপেন)।

অন্যদিকে, উইম্বলডনের (২৭ জুন-১০ জুলাই) পর থেকেই হাঁটুর ইনজুরির কারণে কোর্টের বাইরে ১৭বারের গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার।  যেখানে তিনি কানাডিয়ান মিলোস রাওনিকের কাছে সেমিতে হার মানেন। এই ইভেন্টেই শেষবার (২০১২) গ্র্যান্ড স্লামের স্বাদ পেয়েছিলেন সুইস আইকন।

এটিপি র‌্যাংকিং:
১। নোভাক জোকোভিচ (সার্বিয়া) - ১৩,৫৪০ পয়েন্ট।
২। অ্যান্ডি মারে (যুক্তরাজ্য) - ৯,৮৪৫
৩। স্ট্যান ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড) - ৫,৯১০
৪। কেই নিশিকোরি (জাপান) - ৪,৭৪০
৫। রাফায়েল নাদাল (স্পেন) - ৪,৭৩০
৬। মিলোস রাওনিক (কানাডা) - ৪,৬৯০
৭। রজার ফেদেরার (সুইজারল্যান্ড) - ৩,৭৩০
৮। গায়েল মনফিলস (ফ্রান্স) - ৩,৭৪৫
৯। টমাস বার্ডিচ (চেক প্রজাতন্ত্র) - ৩,৪৭০
১০। ডমিনিক থিয়েম (অস্ট্রিয়া) - ৩,২৯৫

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ