ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

জোকোভিচকে টপকাতে নতুন মিশনে মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
জোকোভিচকে টপকাতে নতুন মিশনে মারে ছবি: সংগৃহীত

ঢাকা: বছর শেষে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়ার স্বপ্ন পূরণে অস্ট্রিয়ায় নতুন মিশনে অ্যান্ডি মারে। এরসটে ব্যাংক ওপেনের (ভিয়েনা ওপেন) প্রথম রাউন্ডে তিন সেটের জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন ব্রিটিশ আইকন।

স্লোভাকিয়ান মার্টিন ক্লিজানের বিপক্ষে প্রথম সেটটি ৬-৩ গেমে জিতে নেন মারে। তবে দ্বিতীয় সেটেই হোঁচট খেতে হয়। কঠিন প্রতিদ্বন্দ্বিতার পর টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমের জয়ে সমতায় ফেরেন ক্লিজান।

এর পরেই যেন টনক নড়ে মারের। তৃতীয় সেটে স্রেফ উড়িয়ে দেন ক্লিজানকে। অনায়াসেই ৬-০ গেমে জিতে পরের রাউন্ডে পা রাখেন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ফ্রান্সের গিলেস সিমোনের বিপক্ষে কোর্টে নামবেন মারে। যিনি স্প্যানিশ গিলের্মো গার্সিয়া লোপেজকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে প্রথম রাউন্ডের বাধা পার করেন।

এই ইভেন্টে সবশেষ দুই বছর আগে ট্রফি উঁচিয়ে ধরেন মারে। তার সামনে এবার তা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। দুর্দান্ত ফর্মে থাকা এ টেনিস সেনসেশন সম্প্রতি চায়না ওপেন ও সাংহাই ওপেনে ব্যাক টু ব্যাক শিরোপা উল্লাসে মাতেন।

প্রথবারের মতো বিশ্বসেরার আসনে বসতে জয় ভিন্ন কিছুই ভাবছেন না মারে। চলতি বছর নোভাক জোকোভিচকে ছাড়িয়ে যেতে তাকে এই টুর্নামেন্ট এবং আগামী সপ্তাহে অনুষ্ঠেয় প্যারিস মাস্টার্সেও বিজয়ীর বেশে কোর্ট ছাড়তে হবে। সেক্ষেত্রে ভিয়েনা ওপেন মিস করা সার্বিয়ান তারকা ফ্রান্সে ফাইনালে উঠতে ব্যর্থ হলেই মারের র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ