ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

টেনিস

কাতার ওপেনের ফাইনালে মারে-জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
কাতার ওপেনের ফাইনালে মারে-জোকোভিচ ফাইনালে মুখোমুখি মারে-জোকোভিচছবি:সংগৃহীত

অ্যান্ডি মারে ও নোভাক জোকোভিচের মাঝে আরও একটি দ্বৈরথ দেখতে প্রস্তুত টেনিস বিশ্ব। বর্তমান সময়ের জনপ্রিয় এ তারকারা এবার মুখোমুখি হবেন কাতার ওপেনের ফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে নাম্বার ওয়ান তারকা মারে সহজেই হারান টমাস বার্ডিচকে। তবে ফার্নান্দো ভারদাস্কোকে হারাতে ঘাম ঝড়াতে হয় জোকোভিচের।

সেমিফাইনালে ১০ নম্বর বাছাই চেক তারকা বার্ডিচের মুখোমুখি হন ব্রিটিশ সেনসেশন মারে। আর দারুণ ফর্মে থাকা মারে মাত্র দুই সেটেই সহজ জয় তুলে নেন।

প্রথম সেটে ৬-৩ গেমে জেতার পর দ্বিতীয় সেটে ৬-৪ গেমে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেন।

এর আগে শেষ চারের অন্য ম্যাচে ভারদাস্কোর বিপক্ষে পূর্ণ তিন সেটে জয় লাভ করেন সার্বিয়ান তারকা জোকোভিচ। তবে এর জন্য দুই নম্বর বাছাইকে বেশ বেগ পেতে হয়। প্রথম সেটে ৪-৬ গেমের হার দিয়ে শুরু করেন। দ্বিতীয় সেটে তুমুল লড়াই করে ম্যাচে ফেরেন ৭-৬ গেমে। কিন্তু তৃতীয় সেটে ৬-৩ গেমের সহজ জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

শনিবার ফাইনালে মুখোমুখি হবেন মারে ও জোকোভিচ। দু’জনের শেষ তিনবারের দেখায় দু’বারই জয় তুলে নেন মারে।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ